Abhishek Banerjee: 'দ্রুত শুনানি করা সম্ভব নয়', ডিভিশন বেঞ্চে আজ হচ্ছে না অভিষেকের মামলার
আজই দ্রুত শুনানি করা সম্ভব নয়, জানালেন বিচারপতি তালুকদার। মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে। নতুন বেঞ্চ ঠিক হলে তারপরেই শুনানি, জানানো হল আদালতের তরফে।
সৌভিক মজুমদার, কলকাতা: সুব্রত তালুকদারের (Subrata Talukdar) ডিভিশন বেঞ্চে আজ হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মামলার শুনানি। আজই দ্রুত শুনানি করা সম্ভব নয়, জানালেন বিচারপতি তালুকদার। মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে। নতুন বেঞ্চ ঠিক হলে তারপরেই শুনানি, জানানো হল আদালতের তরফে।
কুন্তল ঘোষের চিঠি মামলায় অস্বস্তি কাটল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) । প্রধান বিচারপতির কাছে পেলেন না সুরাহা। দ্রুত শুনানির আর্জি মানল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ! মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে! ফলে এর মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, সিবিআই ও ইডির জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আপাতত কোনও আইনি বাধা রইল না।
চিঠি-মামলায় অস্বস্তিতে অভিষেক বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিন্হা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখে রায় দেন, কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই ও ইডি। একই সঙ্গে অভিষেক ও কুন্তলের ২৫ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ারও নির্দেশ দেন তিনি।
বিচারপতি সিন্হার রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান অভিষেক। কিন্তু, শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর বেঞ্চ জানিয়ে দেয়, শুক্রবারই দ্রুত শুনানি করা সম্ভব নয়। ফলে মামলা ফেরত যায় প্রধান বিচারপতির কাছে। এখন নতুন বেঞ্চ ঠিক হলে, তারপরই হবে শুনানি।
নিয়োগ দুর্নীতির দাবার বোড়েদের অনেককেই গ্রেফতার করেছে সিবিআই-ইডি। কিন্তু, মাথার খোঁজ এখনও মেলেনি। ফলে প্রভাবশালী-যোগসূত্রের সন্ধানে এই মামলা আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই ব্যাখ্যা আইনজ্ঞ মহলের।
নিয়োগ দুর্নীতির মামলায় যে টাকার অঙ্ক সামনে এসেছে, তাতেই স্পষ্ট যে, উচ্চ পর্যায়ের, রাজনীতির সঙ্গে যুক্ত লোকজন এর সঙ্গে জড়িত। ক্ষমতাসীন ব্য়ক্তিদের পৃষ্ঠপোষকতা এবং প্রশ্রয় ছাড়া এত কোটি কোটি টাকার দুর্নীতি সম্ভব নয়। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদের মামলার নির্দেশনামায়, এমনটাই উল্লেখ করেছেন বিচারপতি অমৃতা সিন্হা। নির্দেশনামায় তিনি আরও লিখেছেন,দুর্নীতির টাকা অনেক হাতে ঘুরেছে। এক্ষেত্রে পদে পদে হুমকি এবং চ্য়ালেঞ্জ আসাটা অস্বাভাবিক নয়। তদন্তকারী অফিসারদের এই বাধা টপকে সত্য়িটা খুঁজে বার করতে হবে এবং অপরাধীদের শাস্তি দিতে হবে। তদন্তকারীদের অফিসারদের কাউকে সমন করার ক্ষমতা নির্দিষ্ট কারও মধ্য়ে সীমাবদ্ধ নয়। লক্ষ্য়ে পৌঁছতে তাঁদের এই ক্ষমতার কার্যকরী প্রয়োগ করতে হবে।