OMR Sheet: শূন্য পেয়েও চাকরি! শিক্ষকের পর শিক্ষাকর্মী নিয়োগেও দুর্নীতি কবুল কমিশনের
Group D OMR Sheet: হাইকোর্টের নির্দেশে ১০০জনের তালিকা প্রকাশ করল এসএসসি। বিতর্কিত ১০০জনের মধ্যে ৫০জনই পেয়েছেন নিয়োগের সুপারিশপত্র।
কলকাতা: ১০০জনের মধ্যে ৯৪জনের ওএমআর শিটে (OMR Sheet) নম্বর শূন্য, কমিশনের সার্ভারে ৪৩। বাকি ৬জনের মধ্যে ৫জনের প্রাপ্ত নম্বর ১, কমিশনের সার্ভারে ৪৩। গ্রুপ ডি নিয়োগে কমিশনের তথ্যেই বেনজির 'দুর্নীতি' প্রকাশ্যে। শিক্ষকের পর এবার শিক্ষাকর্মী নিয়োগেও 'দুর্নীতি', কবুল করল কমিশন। হাইকোর্টের নির্দেশে ১০০জনের তালিকা প্রকাশ করল এসএসসি। বিতর্কিত ১০০জনের মধ্যে ৫০জনই পেয়েছেন নিয়োগের সুপারিশপত্র। বিতর্কিত ১০০জনের মধ্যে বাকি ৫০জন আছেন ওয়েটিং লিস্টে। কমিশন সূত্রে খবর, ওয়েটিং লিস্টে থাকা অধিকাংশকেই সুপারিশপত্র।
তৃণমূল নেতার ছেলের নাম 'অযোগ্য' তালিকায়: এদিকে OMR শিট কেলেঙ্কারিতে এবার নাম জড়াল, উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষের ছেলে মহম্মদ নাজিবুল্লার (Mohammed Najibullah)। যদিও, ছেলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন, তৃণমূলের পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ।
OMR শিট কেলেঙ্কারিতে এবার তৃণমূল নেতার ছেলের নাম জড়াল। তৃণমূল পরিচালিত উত্তর ২৪ পরগনার বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ মহম্মদ ইশা সর্দারের ছেলে মহম্মদ নাজিবুল্লা। তিনি, সোনারপুরের জগদ্দল হাইস্কুলের শিক্ষক। অভিযোগ, তাঁর নাম রয়েছে হাইকোর্টে জমা দেওয়া স্কুল সার্ভিস কমিশনের বেআইনি নিয়োগপ্রাপ্তদের তালিকায়।
বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস মিত্র বলেন, “ইশা রথীন ঘনিষ্ঠ, কাকলীঘোষ দস্তিদার সুপারিশ করেছিলেন। সাংসদের বিরুদ্ধে তদন্ত দরকার।’’ এদিন, বাড়িতে দিয়ে মহম্মদ নাজিবুল্লার খোঁজ পাওয়া যায়নি। ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন, তৃণমূল পরিচালিত বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মহম্মদ ইশা সর্দার। প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলেও, ফোন ধরেননি খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
আরও পড়ুন: Lalan Sheikh Update: কীভাবে সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডের মূল অভিযুক্তের মৃত্যু? রামপুরহাটে সিআইডি