Lalan Sheikh Update: কীভাবে সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডের মূল অভিযুক্তের মৃত্যু? রামপুরহাটে সিআইডি
Birbhum News: সিবিআই হেফাজতে লালন শেখের রহস্যমৃত্যু, রামপুরহাটে ডিআইজি সিআইডি। বগটুইয়ে লালন শেখের বাড়িতে গেলেন ডিআইজি-সিআইডি।
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: লালন শেখের (Lalan Sheikh Update) রহস্যমৃত্যুর তদন্তে সিবিআই ক্যাম্পে সিআইডি (CID) । কীভাবে সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডের (Bagtui Update) মূল অভিযুক্তের মৃত্যু? রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে সিআইডির গোয়েন্দারা। সিবিআই হেফাজতে লালন শেখের রহস্যমৃত্যু, রামপুরহাটে ডিআইজি সিআইডি। বগটুইয়ে লালন শেখের বাড়িতে গেলেন ডিআইজি-সিআইডি।
লালন শেখের মৃত্যুর তদন্তে সিবিআই ক্যাম্পে সিআইডি: সিবিআই হেফাজতে থাকাকালীন কীভাবে মৃত্যু বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের? লালন শেখের মৃত্যুর পরই উঠছে এই প্রশ্ন। যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। আর এবার এই ঘটনার তদন্তে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে গেলেন সিআইডির গোয়েন্দারা। বগটুইয়ে লালন শেখের বাড়িতে যান ডিআইজি-সিআইডি। এদিকে ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত লালনের বাড়ি ৩১ মার্চ সিল করে দেয় সিবিআই। আদালতের নির্দেশে ১৩ ডিসেম্বর সিল খুলে দেওয়া হয়। এরপরই চুরির অভিযোগ করেন লালনের স্ত্রী। চুরির অভিযোগের ৯ দিন পর গতকাল বগটুই গ্রামে লালন শেখের বাড়িতে যান ৪ সদস্যের ফরেন্সিক দল। করা হয় নমুনা সংগ্রহ।
৩১ মার্চ থেকে ১৩ ডিসেম্বর। আদালতের নির্দেশে প্রায় সাড়ে ৭ মাস পর বাড়ির দরজা খুলতেই চমকে উঠেছিলেন বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত ও সিবিআই হেফাজতে মৃত লালন শেখের স্ত্রী। সব লণ্ডভণ্ড। লালনের স্ত্রী অভিযোগ করেন, খাটের নীচে রাখা ৫০ হাজার টাকা, গয়না, ফ্রিজ, টিভি সব চুরি হয়ে গেছে। এরপর, ১৬ ডিসেম্বর রামপুরহাট থানায় বাড়িতে চুরির অভিযোগ করেন তিনি। সেদিনই ফের বাড়ি সিল করে দেওয়া হয়। ৯দিন পর রবিবার সিবিআই হেফাজতে মৃত লালন শেখের বাড়ির খুঁটিনাটি খতিয়ে দেখেন ফরেন্সিক আধিকারিকরা লালন শেখের বাড়িতে লাগানো সিসিটিভি ক্য়ামেরার হার্ডডিস্কের খোঁজ পেলেই বগটুই গণহত্য়ার। রহস্য় উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু সেই হার্ডডিস্কের এখনও কোনও খোঁজ নেই। এরইমধ্য়ে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্য়ু হয়েছে। এই পরিস্থিতিতে লালনের স্ত্রী দাবি করছেন, তাঁদে বাড়িতে যে চুরি করেছে, তার খোঁজ মিললেই, হার্ডডিস্কের হদিশ মিলবে।
আরও পড়ুন: OMR Sheet: শূন্য পেয়েও চাকরি! শিক্ষকের পর শিক্ষাকর্মী নিয়োগেও দুর্নীতি কবুল কমিশনের