Indo-Bangladesh Bus Service: ভায়া ঢাকা, ২ বছর পর চালু আগরতলা-কলকাতা বাস পরিষেবা
Bus Service : প্রাকৃতিক দুর্যোগের কারণে এক মাস ধরে ত্রিপুরা থেকে কলকাতা রেল পরিষেবা বন্ধ
প্রসেনজিৎ সাহা, আগরতলা : করোনা অতিমারীর কারণে দীর্ঘ দুই বছর ধরে বন্ধ ছিল পরিষেবা। ফের শুরু হল আগরতলা-কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা (Agartala-Kolkata Via Dhaka Bus Service)। ২০২০-র মার্চের পর শুক্রবার পুনরায় এই পরিষেবার সূচনা করেন ত্রিপুরার (Tripura) পরিবহন মন্ত্রী।
আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট থেকে ২৮ জন যাত্রীকে নিয়ে মৈত্রী বাস রওনা হয় কলকাতা সল্টলেকের উদ্দেশ্যে। শুক্রবার ছাড়া সপ্তাহে প্রতিদিন বাস পরিষেবা চালু থাকবে।
এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে এক মাস ধরে ত্রিপুরা থেকে কলকাতা রেল পরিষেবা বন্ধ। এই পরিস্থিতিতে মৈত্রী বাস পরিষেবা অনেকটা সমস্যা লাঘব করবে বলে আশাপ্রকাশ করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
আরও পড়ুন ; ফের ‘মৈত্রী’র ‘বন্ধন’, দু’বছর পর চালু হল ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল
বাসের ভাড়া কত ?
আগরতলা কলকাতা বাস ভাড়া ১৭০০ টাকা এবং বাংলাদেশের ভ্রমণ কর ৫০০ টাকা। মোট ২২০০ টাকার বিনিময়ে আগরতলা-কলকাতা যাতায়াত করতে পারবেন যাত্রীরা। তবে, ত্রিপুরার রাজধানী থেকে ঢাকা পর্যন্ত ভাড়া পড়বে ১ হাজার টাকা।
মন্ত্রী বলেন, যখন অসমে বন্যা ও ধসের কারণে ট্রেন বাতিল হয়ে যায় এবং বিমানের বিশাল চাহিদার জেরে বিমানভাড়া বেড়ে যায়, তখন সরাসরি এই বাস পরিষেবা সাধারণ মানুষের কাজে আসবে। আগামীদিনে এই বাস পরিষেবা পুনরায় শুরু হওয়ার কথা ছড়িয়ে পড়লে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে আশাপ্রকাশ করেন তিনি।
আগরতলা থেকে কলকাতা মোট ৫০০ কিলোমিটার যাতায়াত করবে এই বাস। ঢাকা হয়ে এই পথ অতিক্রম করতে বাসটির সময় পড়বে ১৯ ঘণ্টা। এপ্রসঙ্গে উল্লেখ্য, গুয়াহাটি হয়ে এই দুই জায়গায় যাতায়াতে রেলপথে সময় লাগে প্রায় ৩৫ ঘণ্টা।
এদিকে মাঝে প্রায় দু'বছরের বিরতি কাটিয়ে ভারত-বাংলাদেশের (India-Bangladesh Relaations) মাধ্যমে ফের চালু যাত্রীবাহী ট্রেন পরিষেবা। সম্প্রতি ঢাকা থেকে কলকাতার উদ্দেশে রওনা দেয় মৈত্রী এক্সপ্রেস (Maitree Express)। একই সঙ্গে কলকাতা থেকে খুলনার উদ্দেশে রওনা দেয় বন্ধন এক্সপ্রেস (Bandhan Express)।