NRS New Notification: বহিরাগত প্রবেশ রুখতে কড়া পদক্ষেপ, NRS-এ চালু হচ্ছে হাজিরার নতুন নিয়ম
Kolkata News: এতদিন পর্যন্ত সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরা সিস্টেম ছিল খাতায় সই করা।

সন্দীপ সরকার, কলকাতা: স্বাস্থ্য ভবনের কড়া নির্দেশিকার পর এবার NRS মেডিক্যাল কর্তৃপক্ষের নতুন পদক্ষেপ। সমস্ত ডাক্তারি পড়ুয়ার জন্য কিউ আর কোড যুক্ত সচিত্র পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড চালু হচ্ছে। এক কার্ডেই হবে কলেজ ও ডিউটির হাজিরা।
সপ্তাহে কাজ করতে হবে ন্যূনতম ৪২ ঘণ্টা। একবারে টানা ৪২ ঘণ্টা নয়, ৬ দিনে ৪২ ঘণ্টা। নন প্র্যাকটিসিং ভাতা না নিলে, প্রাইভেট প্র্যাকটিস করা যাবে কর্মক্ষেত্রের ২০ কিলোমিটারের মধ্যে। এভাবে একের পর এক নির্দেশিকা দিয়ে যখন চিকিৎসকদের হাজিরার ক্ষেত্রে বজ্র আঁটুনি তৈরি করছে স্বাস্থ্য ভবন। তখন আরও এক ধাপ এগিয়ে NRS চালু করল নতুন ব্যবস্থা। QR কোড যুক্ত সচিত্র পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড চালু হচ্ছে তাদের সমস্ত ডাক্তারি পড়ুয়ার জন্য। এতদিন পর্যন্ত সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরা সিস্টেম ছিল খাতায় সই করা। বছরখানেক ধরে জাতীয় মেডিক্যাল কমিশন বা NMC-র নির্দেশ মতো বায়োমেট্রিকর হাজিরা চালু হলেও তা পুরোপুরি চালু করা যায়নি। ফলে, বিভিন্ন ঘটনায় চিকিৎসকদের হাজিরা সংক্রান্ত প্রশ্ন উঠেছে।
মেদিনীপুরে স্যালাইন কাণ্ডেও প্রশ্নের মুখে পড়েছে চিকিৎসকদের হাজিরা। এরই মধ্যে NRS-র নতুন ব্যবস্থা। এই মেশিনের বিশেষত্ব হল, কার্ড একজনের কার্ড নিয়ে অন্যজন দাঁড়ালে হবে না। ছবি ও চোখের মণির যন্ত্র যখন চিনতে পারবে, তখন এন্ট্রি হবে। এনএমসি-র নিয়ম মেনে বায়োমেট্রিকও থাকবে। ইতিমধ্যেই NRS-র সিনিয়র চিকিৎসদের চালু হয়ে গেছে QR কোড যুক্ত সচিত্র পরিচয়পত্র। বিজ্ঞপ্তি জারি করে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, পোস্ট ডক্টোরাল, প্যারা মেডিক্যাল, সব বিভাগের পড়ুয়ার জন্যই বাধ্যতামূলক হচ্ছে QR কোড যুক্ত আইডেন্টিটি কার্ড। সেই কার্ডের জন্য হাসপাতালের নির্দিষ্ট ওয়েবসাইটে আবেদন করার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। এই কার্ডেই হবে কলেজে ও ডিউটির হাজিরা। ইতিমধ্যেই NRS হাসপাতাল চত্বরের মধ্যে ব্লক করা হয়েছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম। বন্ধ করা হয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। ব্লক করা হয়েছে বিভিন্ন ফুড ডেলিভারি অ্য়াপ। এবার চালু হচ্ছে নতুন আইকার্ড।
আরও পড়ুন: International Mother Language Day: শুনশান একুশের পেট্রাপোল, বদলে গেল ২ বাংলার মিলনের ছবি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
