India-Bangladesh Relations: ফের ‘মৈত্রী’র ‘বন্ধন’, দু’বছর পর চালু হল ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল
India-Bangladesh Train Services: করোনা কালে সংক্রমণের বাড়বাড়ন্ত ঠেকাতে ২০২০-র ১৫ মার্চ থেকে ভারত-বাংলাদেশ যাত্রিবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
![India-Bangladesh Relations: ফের ‘মৈত্রী’র ‘বন্ধন’, দু’বছর পর চালু হল ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল India-Bangladesh Relations passenger train services resume after two years India-Bangladesh Relations: ফের ‘মৈত্রী’র ‘বন্ধন’, দু’বছর পর চালু হল ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/30/377edf6505a6f805489e23023bfabce9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মাঝে প্রায় দু'বছরের বিরতি কাটিয়ে ভারত-বাংলাদেশের (India-Bangladesh Relaations) মাধ্যমে ফের চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন পরিষেবা। রবিবার ঢাকা থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে মৈত্রী এক্সপ্রেস (Maitree Express)। একই সঙ্গে কলকাতা থেকে খুলনার উদ্দেশে রওনা দিয়েছে বন্ধন এক্সপ্রেস (Bandhan Express)। ইস্টার্ন রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হচ্ছে। এর ফলে আগামী দিনে আরও এমন ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে।
ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন চালু হল ফের
এ দিন সকালে কলকাতা স্টেশন থেকে রওনা দেয় ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস। অন্য দিকে, ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলকাতার উদ্দেশে রওনা হয় মৈত্রী এক্সপ্রেস। ফের দু’দেশের মধ্যে রেলপথ খুলে যাওয়ায় খুশি রেলযাত্রীরা। প্ল্যাটফর্মে চোখে-মুখে খুশির আভা দেখা যায় যাত্রীদের। প্রতিবেশি দেশে যেতে পাওয়ারআ নন্দে উৎফুল্ল দেখায় তাঁদের।
আরও পড়ুন: Fake Currency Notes: নোটবন্দি সার, জাল নোটে ছেয়ে গিয়েছে বাজার, বলছে RBI রিপোর্টই, সরব বিরোধীরা
করোনা কালে সংক্রমণের বাড়বাড়ন্ত ঠেকাতে ২০২০-র ১৫ মার্চ থেকে ভারত-বাংলাদেশ যাত্রিবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় ২৬ মাস পর সেই কাঁটা সরল বলে মনে করা হচ্ছে। থেকে সরল করোনা কাঁটা। দীর্ঘ দিন পর দু’দেশের মধ্যে চালু হওয়া ট্রেনে চড়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভাসলেন যাত্রীরা। এক যাত্রী বলেন, "দু’বছর পর ফের চালু হল ট্রেন। খুব ভাল লাগছে।"
কড়া নিরাপত্তায় শুরু হল ট্রেন পরিষেবা
বন্ধন এক্সপ্রেসের ফের পথচলা শুরুর দিনটিতে যাত্রী সংখ্যা খুব একটা বেশি না থাকলেও জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতি ও রবি, সপ্তাহে দু’ দিন করে কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস চলবে বলে ঠিক হয়েছে। ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস চলবে সপ্তাহে পাঁচদিন।
অন্যদিকে, রেল সূত্রে খবর, চার দশক পর ১ জুন থেকে ফের চালু হচ্ছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে চলাচলকারী একমাত্র ট্রেন মিতালি এক্সপ্রেস। বুধবার ভার্চুয়াল মাধ্যমে মিতালি এক্সপ্রেসের উদ্বোধন করবেন দু’ দেশের রেলমন্ত্রী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)