(Source: ECI/ABP News/ABP Majha)
Agnimitra Paul Contests From Medinipur : 'আমি খুব ভাগ্যবান', দিলীপ ঘোষের আশীর্বাদ নিয়ে বললেন অগ্নিমিত্রা
মেদিনীপুর লোকসভায় বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের পরিবর্তে বিজেপির বাজি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া।
কলকাতা : দ্বিতীয় দফায় বাংলায় ১৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করল বিজেপি। আর তাতে চমকের পর চমক। হেভিওয়েটদের পাশাপাশি উঠে এল স্থানীয় স্তরে জনপ্রিয় নামও। যদিও ঝাড়গ্রাম, বীরভূম, আসানসোল, ডায়মন্ড হারবারের প্রার্থী নাম এখনও ঘোষণা করেনি গেরুয়া শিবির। তবে উল্লেখযোগ্য বিষয় হল এবার লোকসভার টিকিট পেয়েছেন বিজেপির ৩ বিধায়ক। তার মধ্যে বিশেষ করে নজর কে়ড়েছে অগ্নিমিত্রা পালের কেন্দ্র পরিবর্তন।
মেদিনীপুর লোকসভায় বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের পরিবর্তে বিজেপির বাজি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা নিজেই জানালেন, তিনি নিজে দুর্গাপুর থেকে লড়তে চেয়েছিলেন। কারণ দুর্গাপুর তাঁর চেনা গড়। দুর্গাপুরের সঙ্গে তাঁর পারিবারিক যোগও। তবে পার্টি নেতৃত্ব চেয়েছে, তিনি মেদিনীপুর থেকে লড়ুন। ঘোষণার আগেই তাঁকে জানান, স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। জানান, দিলীপ ঘোষের কেন্দ্র থেকে তাঁকে লড়তে হবে।
আসানসোল দক্ষিণের বিধায়ক ও বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল জানালেন, ঘোষণার পরই তিনি ফোন করেছিলেন দিলীপ ঘোষকে। বলেন, তাঁর কাছে আসছেন। অগ্নিমিত্রা জানান, এই কেন্দ্র বিজেপির শক্ত জমি। গত কয়েক বছর ধরে এলাকায় দারুণ কাজ করেছেন দিলীপ ঘোষ। তাই তিনি অনেকটাই সুবিধেজনক পিচ পাচ্ছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। অগ্নিমিত্রা নিজেও জানান, 'আমার খুব একটা চিন্তা নেই। আমি খুব ভাগ্যবান যে আমি এমন একটা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছি, যেখানে দিলীপ দা এত ভাল কাজ করে গিয়েছেন। মেদিনীপুর সাংগঠনিক দিক থেকে খুব পোক্ত জায়গায়'
ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। তাঁর বিরুদ্ধে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের উপর ভরসা রেখেছে গেরুয়া শিবির। আর লড়াইয়ের ময়দানে নেমেই বিধায়ক জুনকে শুভেচ্ছা জানালেন ডাকসাইটে ফ্যাশন ডিজাইনার ও বিজেপি নেত্রী। সঙ্গে এও বললেন, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। মেদিনীপুরে সিপিআই প্রার্থী করেছে বিপ্লব ভট্টকে।
দিলীপ ঘোষকে গতবারের জেতা মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের বিরুদ্ধে তাঁকে ময়দান নামাল গেরুয়া শিবির। বিজেপির প্রথম তালিকায় দিলীপ ঘোষের নাম না থাকায় জল্পনা শুরু হয়েছিল, তাঁকে তাঁর পুরনো কেন্দ্র মেদিনীপুর থেকেই প্রার্থী করা হবে তো? প্রথম তালিকায় নাম না থাকলেও নিজের কেন্দ্রেই পড়ে ছিলেন দিলীপ ঘোষ। কয়েকদিন আগে দিলীপ নিজেই বলেছিলেন, 'আমি তো দেড় বছর এলাকায় কাজ করেছি। নাম ঘোষণা সময়ের অপেক্ষা।' দ্বিতীয় তালিকা বেরোতেই দেখা গেল মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। এদিন প্রার্থী ঘোষণার হতেই দিলীপ ঘোষের বাড়িতে যান অগ্নিমিত্রা।
অন্যদিকে মঙ্গলবার মেদিনীপুর থেকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী হয়ে কর্মী সমর্থকদের উন্মাদনায় ভাসলেন দিলীপ ঘোষ। বর্ধমানে পৌঁছতেই দলের প্রার্থীকে সাড়ম্বরে স্বাগত জানালেন বিজেপির কর্মী সমর্থকরা। জয় আসবে বিপুল ভোটে, দাবি প্রত্যয়ী দিলীপের।