Agnimitra Paul On Bypoll Result : '২৪ এ লোকসভা ভোট, নিজেদের দিকে তাকানো উচিত', দলকে বার্তা পদ্ম প্রার্থী অগ্নিমিত্রার
Agnimitra Paul On Bypoll Result : রিগিং হয়েছে বলতে পারব না। নিজেদের দিকে তাকানো উচিত, দলকে বার্তা পদ্ম প্রার্থী অগ্নিমিত্রার।
আসানসোল : ক্ষমতায় আসার পর প্রথমবার আসানসোল লোকসভা (Asansol Loksabha Bypoll ) আসনে জিতল তৃণমূল। বিজেপির (BJP) থেকে আসানসোল আসনটি ছিনিয়ে নিল রাজ্যের শাসকদল। বিজেপির অগ্নিমিত্রা পালকে (Agnimitra paul) প্রায় ৩ লক্ষ ভোটে হারিয়ে দিলেন বিহারী বাবু, শত্রুঘ্ন সিন্হা ( Shatrughan Sinha ) । কিন্তু ভোটের ফল বেরনোর দিনও এড়ানো গেল না অশান্তি! পরাজিত বিজেপি প্রার্থী বেরিয়ে যাওয়ার সময় উত্তপ্ত হয়ে উঠল গণনাকেন্দ্র চত্বর।
আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের গেটে আসানসোল লোকসভা উপনির্বাচনের গণনা চলছিল। এদিন দুপুর পৌনে দুটো নাগাদ গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সামনেই দাঁড়িয়েছিলেন তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক। বিজেপি প্রার্থীকে দেখা মাত্র তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। তখনই তৃণমূল কর্মীদের দিকে ঘুরে যান অগ্নিমিত্রা পাল। পাল্টা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে শুরু করেন বিজেপি প্রার্থীও। এরপর পুলিশ বিজেপি প্রার্থীর গাড়িকে বের করে দেওয়ার জন্য কর্ডন করে দেয়। বিজেপি প্রার্থীর গাড়ি গণনাকেন্দ্র থেকে বেরিয়ে রাস্তায় ওঠার সময় ফের উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, তৃণমূল কর্মীদের জমায়েতের দিক থেকে সেইসময় একটি ঢিল ও একটি জলের পাউচ উড়ে আসে। অগ্নিমিত্রা পালের গাড়ির পিছনেই থাকা একটি পুলিশের গাড়িতে সেই ঢিল লাগে।
যদিও হারের পর কোনওরকম অভিযোগ তোলেননি অগ্নিমিত্রা। বরং বলেছেন, ' মানুষের রায় মাথা পেতে নিতে হবে। কেন্দ্রীয় বাহিনী দারুণ কাজ করেছে। তাই তা নিয়ে অজুহাত দেওয়ার জায়গা নেই। রিগিং হয়েছে, এটা বলব না। আসানসোল দক্ষিণ রানিগঞ্জের দিকে সন্ত্রাস হয়েছে। সেখানে ভোট কম পড়েছে। এতটা লিড থাকবে তৃণমূলের , তা আন্দাজ করিনি। '
অগ্নিমিত্রা বলেন, ' কেন হার জানি না। বিশ্লেষণ করে দেখতে হবে, জানালেন বিজেপি নেত্রী। বাই ইলেকশনে যদিও সরকারের পক্ষে রায় যাওয়ার একটা প্রবণতা থাকে সাধারণত। এটাকে স্টেপিং স্টোন হিসেবে দেখে ২৪-এর জন্য তৈরি হওয়া দরকার, মন্তব্য অগ্নিমিত্রার। '