এক্সপ্লোর
Advertisement
Agnipath protests : অগ্নিপথের আঁচ বাংলাতে, আজ বাংলায় বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন
অগ্নিপথ বিক্ষোভের আঁচ। পূর্ব-মধ্য রেল অঞ্চলে ছাত্র বিক্ষোভের জেরে আজ বাতিল করা হয়েছে পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন।
Agnipath protest train services affected : অগ্নিপথ বিক্ষোভের আঁচ। পূর্ব-মধ্য রেল অঞ্চলে ছাত্র বিক্ষোভের জেরে আজ বাতিল করা হয়েছে পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন।
বাতিল করা হয়েছে
- হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস
- হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস
- হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস
- হাওড়া-দ্বারভাঙা এক্সপ্রেস
- হাওড়া-জয়নগর এক্সপ্রেস
জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। তিনি শুক্রবার জানান, রেলপথ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কতকগুলি ট্রেন বাতিল বা আংশিকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে, মোট ২০দটি ট্রেন পরিষেবা প্রভাবিত হয়েছে - ৩৫টি ট্রেন বাতিল করা হয়েছে এবং সারা দেশে সাময়িকভাবেভাবে বন্ধ করা হয়েছে ১৩টি ট্রেন। পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী বলেন যে আন্দোলনের জেরে দুরন্ত এক্সপ্রেস সহ আটটি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। - ট্রেনের তালিকা
12335 মালদা টাউন - লোকমান্য তিলক (টি) এক্সপ্রেস
12273 হাওড়া - নতুন দিল্লি দুরন্ত এক্সপ্রেস
15483 আলিপুরদুয়ার জং - দিল্লি এক্সপ্রেস (আলিপুরদুয়ার জং এবং দিল্লির মধ্যে বাতিল করা হবে)
15909 ডিব্রুগড় - লালগড় এক্সপ্রেস (ডিব্রুগড় এবং লালগড়ের মধ্যে বাতিল করা হবে)
12505 কামাখ্যা - আনন্দ বিহার এক্সপ্রেস (কামাখ্যা এবং আনন্দ বিহারের মধ্যে বাতিল করা হবে)
13258 আনন্দ বিহার টি.- দানাপুর জনসাধারন এক্সপ্রেস।
22406 আনন্দ বিহার টি.- ভাগলপুর গরীব্রথ এক্সপ্রেস।
20802 নতুন দিল্লি-ইসলামপুর মগধ এক্সপ্রেস।
13484 ডেলি-মালদা টাউন ফারাক্কা এক্সপ্রেস।
12802 নতুন দিল্লি- পুরী পুরুষোত্তম এক্সপ্রেস।
15657 দিল্লী- ডিব্রুগড় ব্রহ্মপুত্র মেল।
14006 আনন্দ বিহার টি.- সীতামারহি লিচ্ছবি এক্সপ্রেস।
12562 নতুন দিল্লি- জয়নগর এসএস এক্সপ্রেস।
02564 নতুন দিল্লি- সহরসা এক্সপ্রেস।
12554 নতুন দিল্লি- সহরসা বৈশালী এক্সপ্রেস।
15622 আনন্দ বিহার টি.- কামাখ্যা এক্সপ্রেস।
12312 কালকা- হাওড়া মেল।
13010 যোগনগরী ঋষিকেশ- হাওড়া এক্সপ্রেস।
12370 দেরাদুন-হাওড়া এক্সপ্রেস।
13152 জম্মু তাউই-কলকাতা এক্সপ্রেস।
15654 জম্মুতাউই- গুয়াহাটি এক্সপ্রেস।
14224 বারাণসী-রাজগীর এক্সপ্রেস।
নিয়ন্ত্রিত ট্রেনের তালিকা
1)12303 হাওড়া - নতুন দিল্লি পূর্বা এক্সপ্রেস
2)12353 হাওড়া - লালকুয়ান এক্সপ্রেস
3) 18622 রাঁচি - পাটনা পাটলিপুত্র এক্সপ্রেস
4)18182 দানাপুর - টাটা এক্সপ্রেস
5) 22387 হাওড়া - ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস
6) 13512 আসানসোল - টাটা এক্সপ্রেস
7) 13032 জয়নগর - হাওড়া এক্সপ্রেস
8) 13409 মালদা টাউন - কিউল এক্সপ্রেস
ভারত বন্ধের ডাক
অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আজ ভারত বন্ধের ডাক দিয়েছে বিহারের বিভিন্ন ছাত্র সংগঠন। বিহারের সমস্ত বিরোধী দল এই বন্ধকে সমর্থন জানিয়েছে। বিহারের জেহানাবাদে থানার সামনেই ট্রাক ও বাসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। পাথরও ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে বিহারের ১২টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
बुलेटिन-07
— East Central Railway (@ECRlyHJP) June 17, 2022
Upto 12.15 hrs.
धरना प्रदर्शन के कारण आज दिनांक 17.06.2022 को पूर्व मध्य रेल क्षेत्राधिकार के विभिन्न स्टेशनों से खुलने//पहुंचने वाली ट्रेनों के परिचालन में निम्नानुसार बदलाव किया गया है : pic.twitter.com/atf4sZ30ru
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement