Calcutta High Court: রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির বিতর্কিত মন্তব্য, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের
সাংবিধানিক প্রধান সম্পর্কে এই ধরনের মন্তব্য করা যায় না। রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। আদালত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।

সৌভিক মজুমদার, কলকাতা: রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির (Akhil Giri) মন্তব্য। হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। আবেদনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির মন্তব্য সংবিধানের অবমাননা। সাংবিধানিক প্রধান সম্পর্কে এই ধরনের মন্তব্য করা যায় না। রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। আদালত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি। আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে।
নিশানায় খোদ রাষ্ট্রপতি: কুরুচিকর মন্তব্যের স্রোতে রেহাই পেলেন না খোদ রাষ্ট্রপতি! নন্দীগ্রামে নেতা-মন্ত্রীদের সামনেই দ্রৌপদী মুর্মু সম্পর্কে বেলাগাম কারাগার প্রতিমন্ত্রী। তারপর থেকেই উত্তাল কার্যত গোটা দেশ।। বঙ্গ রাজনীতিতেও বিতর্কের ঝড় উঠেছে। চাপে পড়ে সুর বদলেছেন মন্ত্রী। তাঁকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। প্ররোচনার শিকার, অখিলের মন্তব্যের সমালোচনা করেও দাবি তৃণমূলের। সম্প্রতি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতিকে নিশানা করে বসেন মন্ত্রী অখিল গিরি। সমালোচনার মুখে পিছু হঠলেন কারা প্রতিমন্ত্রী। শুভেন্দুর ওপর রাগ থেকে মন্তব্য, রাষ্ট্রপতিকে কটাক্ষ করিনি, সাফাই অখিল গিরির।
ভাইরাল ভিডিও: শুক্রবার প্রথম নয়, সপ্তাহ দুয়েক আগেও রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন অখিল গিরি। সামনে এসেছে সেই ভিডিও। এ দিকে এদিন কলকাতা-সহ একাধিক জেলায় অখিল গিরিকে মন্ত্রীপদ থেকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে পথে নেমেছে বিজেপি। কারা প্রতিমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূলও রাষ্ট্রপতিকে নিয়ে কারা প্রতিমন্ত্রী অখিল গিরির কু-মন্তব্যের প্রতিবাদ।
জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ, FIR দায়ের: রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জেরে নন্দীগ্রাম থানায় মন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিজেপি। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি সাহেব দাস আজ থানায় অভিযোগ দায়ের করেন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। রাষ্ট্রপতি সম্পর্কে রাজ্যের মন্ত্রীর কুরুচিকর মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। দু’দিন কেটে গেলেও, কেন এখনও নেওয়া হল না ব্যবস্থা? প্রশ্ন তুলে জেলায় জেলায় বিক্ষোভ বিজেপির। দিল্লিতেও অখিল গিরির বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। রাষ্ট্রপতিকে নিয়ে কারা প্রতিমন্ত্রীর বক্তব্যের কড়া নিন্দা করেও, তাঁর বিরুদ্ধে ব্যবস্থার প্রশ্নে এখনও নীরব তৃণমূল।
ফুঁসছে আদিবাসী সমাজ: রাষ্ট্রপতিকে নিয়ে কারা প্রতিমন্ত্রী অখিল গিরির কুমন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসছে আদিবাসী সমাজ। অখিল গিরির গ্রেফতার চেয়ে বাঁকুড়ার খাতড়ায় খাদ্য প্রতিমন্ত্রী কজ্যোত্স্না মাণ্ডিকে ঘিরে আদিবাসীদের বিক্ষোভ। খাতড়া থানায় অভিযোগ দায়ের করতে যান তাঁরা। এদিন খাতড়ার বাড়ি থেকে বাঁকুড়ায় আসছিলেন খাদ্য প্রতিমন্ত্রী জ্যোত্স্না মাণ্ডি। বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়কে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন আদিবাসীরা। মিনিট ২০-২৫ মিনিট গাড়িতেই আটকে ছিলেন মন্ত্রী। আদিবাসী হিসেবে অখিল গিরির মন্তব্য সমর্থন করি না, প্রতিক্রিয়া খাদ্য প্রতিমন্ত্রী জ্যোত্স্না মাণ্ডির।






















