Alipurduar News: বাড়ি থেকে বেরোতেই হাতির মুখোমুখি, আলিপুরদুয়ারে বেঘোরে প্রাণ গেল বৃদ্ধের
Elephant Attack: আলিপুরদুয়ারের মাদারিহাট থানার অন্তর্গত মেঘনাদ সাহা নগর এলাকার ঘটনা।
অরিন্দম সেন, আলিপুরদুয়ার: ফের হাতির হানায় মৃত্যু, এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয় বার। আলিপুরদুয়ারে এবার ৬৬ বছরের এক বৃদ্ধকে তুলে আছাড় মারল দলছুট একটি হাতি। তাতেই বেঘোরে মৃত্যু হয় ওই ব্যক্তির। এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। হাতির উৎপাত লাগাতার বেড়ে চললেও, বনকর্মীরা সংখ্যায় কম, তাঁদের প্রয়োজনে পাওয়া যায় না বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। পর পর এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মনে। (Alipurduar News)
আলিপুরদুয়ারের মাদারিহাট থানার অন্তর্গত মেঘনাদ সাহা নগর এলাকার ঘটনা। বুধবার ভোরে সেখানে এক ব্যক্তিকে আছাড় মারে দলছুট হয়ে পড়া হাতি। স্থানীয়রা জানিয়েছেন, এদিন ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। মাদারিহাট-টোটোপারা রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দা, ৬৬ বছর বয়সি শ্যামদাস শর্মাকে আছাড় মারে হাতিটি। (Elephant Attack)
স্থানীয় সূত্রে জানা দিয়েছে, মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী শ্যামদাস। এদিন ভোরে গ্রাম পঞ্চায়েতের আলো নেভানোর জন্য বাড়ি থেকে বেরোন তিনি। হেঁটেই পঞ্চায়েত দফতরের দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময় হঠাৎই জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে আসা, দলছুট একটি হাতির সামনে পড়ে যান। তাতে মুহূর্তের মধ্যে শ্যামদাসকে শুঁড়ে পেঁচিয়ে তুলে নেয় হাতিটি। তার পর সজোরে আছাড় মারে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Recruitment Scam: বাইপাসের ২ মাস পার, এখনও SSKM-এ 'কালীঘাটের কাকু', হাসপাতালে পৌঁছল ED
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্যামদাসকে আছাড় মারার পরও বেশ খানিক ক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিল হাতিটি। তার পর স্থানীয়রা তাড়া দিতে শুরু করলে, ধীরে ধীরে জঙ্গলের দিতে এগোতে থাকে। আস্তে আস্তে ঢুকে যায় জঙ্গলে। হাতিটি চলে যাওয়া মাত্র ভিড় উপচে পড়ে রাস্তায়। বনকর্মীদের খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে। খবর দেওয়া হয় পুলিশকে। শ্যামদাসের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন তাঁরা।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বন দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয়দের অভিযোগ, বনকর্মীদের লোকবল সামান্য। সারারাত ডিউটি করলেও, ভোর থেকে তাঁদের পাওয়া যায় না। সেই সময়ই মানুষ হাঁটতে বেরোন অথবা কাজে বেরোন। আর তখনউ ঘটছে হাতির হামলা। তাই ভোরের দিকে টহলদারির প্রয়োজন রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
এর আগে, ১২ অক্টোবর মাদারিহাটের উত্তর খয়েরবাড়ি এলাকায় হাতির হানায় মৃত্যু হয় ৪৫ বছরের এক ব্যক্তির। পর পর এই ধরনের হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদিও বন দফতরের মাদারিহাট রেঞ্জ আধিকারিক শুভাশিস রায় জানিয়েছেন, বনকর্মীদের টহল বাড়ানো হয়েছে। পুজোর মধ্যে বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে। এদিনের ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বন দফতর। নিয়ম অনুযায়ী মৃতের পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।