Alipurduar Student Murder: ফালাকাটায় প্রতিবেশী স্কুল ছাত্রীকে খুনের অপরাধে ১৪ দিনের জেল হেফাজত অভিযুক্তের
Alipurduar Student Murder: গতকাল নৃশংস খুনের ঘটনার পর আজ স্তব্ধ ফালাকাটা থানার পারঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খলিসামারি গ্রাম। গোটা গ্রাম শোকে আচ্ছন্ন। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশি পাহারা।
অরিন্দম সেন, আলিপুরদুয়ার: প্রতিবেশী স্কুল ছাত্রীকে খুনের অভিযোগে অভিযুক্তকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিল আলিপুরদুয়ার এসিজেএম-২ আদালত। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি স্থানীয় সহ পরিবারের।
গতকাল নৃশংস খুনের ঘটনার পর আজ স্তব্ধ ফালাকাটা থানার পারঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খলিসামারি গ্রাম। গোটা গ্রাম যেনো শোকে আচ্ছন্ন। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশি পাহারা। গতকাল এই ঘটনা চোখের সামনে দেখে এখনও সেই ট্রমা থেকে বেরোতে পারেনি মৃত ছাত্রীর বোন ষষ্ট শ্রেনীর ছাত্রী লিপি শিল। সারারাত আতঙ্কে কেটেছে তার। জ্বর এসেছে ভয়ে। মৃত অঙ্কিতার ঠাকুমা কাদতে কাদতে ঘুড়ে বেড়াচ্ছেন। সবার একটাই দাবি কঠোর শাস্তি হোক অভিযিক্তের।
অপরদিকে আজ অভিযুক্তকে আলিপুরদুয়ার এসিজেএম আদালতে খুনের অভিযোগে পেশ করা হলে তাকে আদালত ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় বলে পুলিশসূত্রে খবর।
গতকালই ফালাকাটায় (Falakata) দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে খুনের (Murder) অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত যুবক। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মেয়েকে উত্ত্যক্ত করছিল ওই যুবক। এ দিন সকালেও বাড়িতে গিয়ে প্রেমের প্রস্তাব দিলে, তা প্রত্যাখ্যান করে মেয়েটি করায় এদিন সকালে ওই কিশোরীকে খুন করে অভিযুক্ত। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ফালাকাটা থানার পুলিশ।
সম্প্রতি কোচবিহারের (Coochbihar) গুঞ্জবাড়িতে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু হয়েছে। ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল কলেজ শিক্ষক, তাঁর স্ত্রী ও সন্তানের দেহ। পুলিশ সূত্রে দাবি, মিলেছে ১২ পাতার সুইসাইড নোট (Suicide Note)। তাতে লেখা হয়েছে, কীভাবে স্ত্রী ও সন্তানকে খুন করে নিজেকে শেষ করেছেন তিনি। যদিও কী কারণে এই ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে কোচবিহারের পুলিশ সুপার সুনীত কুমার বলেন, "১২ পাতার সুইসাইড নোট মিলেছে। সুইসাইড নোটে প্রথমে স্ত্রী পুত্রকে খুন করার কথা লেখা হয়েছে। তারপরে নিজে কীভাবে বারবার মরার চেষ্টা করেছেন, তা লিখেছেন। প্রাথমিক অনুমান খুন করে আত্মহত্যা। পরিবার খুনের অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে।"