Kolkata: নেশামুক্তি কেন্দ্রের কর্মীর ওপর ছুরি নিয়ে হামলা, অভিযোগ চিকিৎসা করাতে আসা ব্যক্তির বিরুদ্ধে
Kolkata News: পিছনের দরজা দিয়ে রান্নাঘরে ঢুকে দুই কর্মীকে উদ্ধার করেন নেশামুক্তি কেন্দ্রের অন্যান্য কর্মীরা। দু’ জনকেই এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হিন্দোল দে, কলকাতা: হরিদেবপুরে (Haridevpur) নেশামুক্তি কেন্দ্রে (Rehabilitation Center) সাংঘাতিক ঘটনা। সেখানের রান্নাঘরে (kitchen) ঢুকে দুই কর্মীর ওপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল। অভিযোগের তীর চিকিৎসা করাতে আসা এক ব্যক্তির বিরুদ্ধে। ঠিক কী ঘটেছিল?
নেশামুক্তি কেন্দ্রে সাংঘাতিক কাণ্ড
হরিদেবপুরে নেশামুক্তি কেন্দ্রের রান্নাঘরে ঢুকে দুই কর্মীর ওপর ছুরির এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ উঠল চিকিৎসা করাতে আসা এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অভিযোগ, আজ অর্থাৎ রবিবার সকালে চিকিৎসা করাতে আসা ওই ব্যক্তি নেশামুক্তি কেন্দ্রের রান্নাঘরে ঢুকে ছুরি নিয়ে দুই কর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে। ভিতর থেকে দরজায় তালা দিয়ে ওই ব্যক্তি দুই যুবতীকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে বলে অভিযোগ। পিছনের দরজা দিয়ে রান্নাঘরে ঢুকে দুই কর্মীকে উদ্ধার করেন নেশামুক্তি কেন্দ্রের অন্যান্য কর্মীরা। দু’ জনকেই এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
আরও পড়ুন: Sealdah House Collapse: বরাত জোরে দুর্ঘটনা থেকে রক্ষা, শিয়ালদার কাছে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
পুকুর ভরাটের বিরোধিতা করায় মারধর ও খুনের হুমকি!
পুকুর ভরাটের বিরোধিতা করায় দম্পতিকে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়ার বিরুদ্ধে। মালদার গাজোলের মনানিপুর এলাকার ঘটনা। অভিযোগ, ওই দম্পতির বাড়ি লাগোয়া পুকুরের একাংশ মাটি ফেলে ভরাট করছে মাফিয়া। প্রতিবাদ করায়, কিছুদিন আগে বাড়িতে চড়াও হয়ে দম্পতিকে মারধর করা হয়। এর পাশাপাশি তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। মালদার জেলাশাসক ও গাজোল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছে জেলা শাসক। বিজেপির দাবি, 'তৃণমূলের মদতেই চলছে পুকুর ভরাট'। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, 'দল অন্যায় কাজ সমর্থন করে না'।
আরও পড়ুন: Kolkata: বাগুইআটির আবাসন থেকে উদ্ধার ব্যবসায়ীর ঝুলন্ত দেহ, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা?