Medical College: রোগীর পরিবারের থেকে বাড়তি টাকা চাওয়ার অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে, ধুন্ধুমার মেডিক্যালে
ওইদিন এক রোগিণীর পরিবার এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে USG করাতে গেলে বাড়তি টাকা চাওয়ার অভিযোগ তোলে। সুপারের কাছে জানানো হয় অভিযোগ।
কলকাতা: স্বাস্থ্যকর্মীর (Health Worker) বিরুদ্ধে রোগীর পরিবারের থেকে বাড়তি টাকা চাওয়ার অভিযোগকে ঘিরে অশান্তি কলকাতা মেডিক্যাল কলেজ (Kolkata Medical College) হাসপাতালে। নার্সিং সুপারের অফিসের সামনে ঘেরাও স্বাস্থ্যকর্মীদের। ডেপুটি সুপারের অফিসের সামনে জড়ো হয়েছেন তাঁরা। ঘটনার সূত্রে গত ১১ মে। ওইদিন এক রোগিণীর পরিবার এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে USG করাতে গেলে বাড়তি টাকা চাওয়ার অভিযোগ তোলে। সুপারের কাছে জানানো হয় অভিযোগ। হাসপাতালের তরফে পুলিশকে বিষয়টি জানানো হলে তারা তদন্তে নামে। যদিও স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, ওই রোগিণীর ওয়ার্ডেরই এক নার্স রোগীর পরিবারকে দিয়ে জোর করে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এই অভিযোগ করিয়েছে। এই অভিযোগ তুলেই আজ বিক্ষোভ দেখান স্বাস্থ্যকর্মীরা।
ভায়াল চুরির অভিযোগ: সম্প্রতি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দামী ইঞ্জেকশনের ৪টি ভায়াল চুরির অভিযোগ উঠেছিল। পরে তারমধ্যে খোঁজ পাওয়া গেল ২টি ভায়ালের। মেডিক্যাল কলেজ সূত্রে খবর, যে ওয়ার্ড থেকে ভায়ালগুলি চুরির অভিযোগ উঠেছিল, রবিবার সেই ওয়ার্ড থেকেই ২টির খোঁজ মেলে। গত বৃহস্পতিবার দামী ইঞ্জেকশনের ভায়াল চুরির বিষয়টি নিয়ে বউবাজার থানায় অভিযোগ দায়ের করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
নির্মল মাজির বিরুদ্ধে অভিযোগ: পাশাপাশি মেয়াদ ফুরিয়ে যাওয়া স্টেন্ট ব্যবহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। প্রতিবাদ করায় কলকাতা মেডিক্যালের কার্ডিওলজি বিভাগের প্রধানকে হুমকি। তৃণমূলের চিকিৎসক-বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে এই অভিযোগ তুলল সার্ভিস ডক্টরস ফোরাম। ওরা বিরোধী, অভিযোগ তুলবেই। পাল্টা মন্তব্য নির্মল মাজির।
কুকথা বলার অভিযোগ ওঠে নির্মল মাজির বিরুদ্ধে: উল্লেখ্য, গতকালই হাসপাতালের জরুরি বিভাগে ৬৪ বছরের এক চিকিত্সককে হুমকি দেওয়া ও কুকথা বলার অভিযোগ ওঠে নির্মল মাজির (Nirmal Maji) বিরুদ্ধে। অভিযোগকারী চিকিত্সক মুখ্যমন্ত্রীর দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন। যদিও তৃণমূল বিধায়ক পাল্টা কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন ওই চিকিত্সকে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের (Kolkata Medical College and Hospital) ঘটনায় শুরু হয়েছে এই বিতর্ক।
ফের বিতর্কে তৃণমূলের চিকিত্সক নেতা ও বিধায়ক নির্মল মাজি। মে মাসের শুরুতেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও ৬ জন সহকারী সুপার দু’একদিন আগেই তৃণমূলের এই চিকিত্সক নেতার রোষে পড়েছেন।
কী অভিযোগ? এবার কলকাতা মেডিক্যাল কলেজে হাসপাতালের জরুরি বিভাগে ৬৪ বছরের এক চিকিত্সককে হুমকি দেওয়ার অভিযোগে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক। সূত্রের খবর, বৃহস্পতিবার ঘটনার কথা জানিয়ে অভিযোগকারী চিকিত্সক কুণাল পান মুখ্যমন্ত্রীর দফতর ও স্বাস্থ্যভবনে লিখিত অভিযোগ জানিয়েছেন।