Purba Medinipur: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, তমলুকে পঞ্চায়েত প্রধান ও বিডিওকে হেনস্থার অভিযোগ
Purba Medinipur News: পঞ্চায়েত অফিসের মধ্যে ধস্তাধস্তি, হাতাহাতি, তুমুল গন্ডগোল। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান ও বিডিওকে হেনস্থার অভিযোগ।
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: আবাস যোজনায় দুর্নীতির (Awas Yojna Corruption) অভিযোগ ঘিরে ধুন্ধুমার বাধল তমলুকের (Tamluk) বল্লুক গ্রাম পঞ্চায়েতে। বিডিও (BDO) ও তৃণমূল (TMC) পরিচালিত পঞ্চায়েত প্রধানকে হেনস্থার অভিযোগ উঠল গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিয়েেছে বিজেপি (BJP)।
বিডিও ও প্রধানকে 'হেনস্থা'
পঞ্চায়েত অফিসের মধ্যে ধস্তাধস্তি, হাতাহাতি, তুমুল গন্ডগোল। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান ও বিডিওকে হেনস্থার অভিযোগ। সোমবার, তমলুকের বল্লুক ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে তপ্ত হয়ে উঠল গ্রামসভা।
স্থানীয় সূত্রে খবর, আবাস যোজনায় সুবিধাপ্রাপকদের তালিকায় শুরুতে ৬৭৮ জনের নাম ছিল। সম্প্রতি সমীক্ষার পর সেই তালিকা কেটেছেঁটে ৪৪৬ জনের নাম প্রকাশ করা হয়। তাতে অধিকাংশই রয়েছেন পাকা বাড়ি, গাড়ির মালিকরা। এদিকে যাঁরা প্রকৃত দাবিদার তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলেই গ্রামসভায় বিক্ষোভে ফেটে পড়েন বঞ্চিতরা। ধাক্কাধাক্কি করা হয় বিডিও ও পঞ্চায়েত প্রধানকেও।
আরও পড়ুন: Lalan Shekh: লালন শেখের রহস্যমৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের আবেদনের শুনানি শেষ, রায়দান স্থগিত হাইকোর্টের
দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। আবাস যোজনার তালিকায় নাম না থাকায়, সোমবার পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরেও গুড়ুগ্রাম ও ব্রজলালচক গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীদের একাংশ।
অন্যদিকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে পুরুলিয়ায় ধুন্ধুমার। ব্যারিকেড ভেঙে বিডিও অফিসে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আবাস যোজনায় দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে জলপাইগুড়িতেও বিজেপির বিক্ষোভ। রাজগঞ্জে বিডিও অফিস ঘেরাও বিজেপি কর্মীদের। ধূপগুড়িতে পথ অবরোধ গ্রামবাসীদের। কোচবিহারেও আবাসে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ বিজেপির। কোচবিহার ১ নম্বর ব্লকে মিছিল।