Calcutta High Court: মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন হাইকোর্টের
Health Recruit Scam: মেডিক্যাল টেকনোলজিস্টের ৭২৫জন শূন্যপদে নিয়োগে ২০১৮-য় বিজ্ঞপ্তি জারি করা হয়। বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেও কম নম্বর দেওয়া হয়েছে।
কলকাতা: শিক্ষা (Education) পর এবার স্বাস্থ্যে (Health) নিয়োগেও দুর্নীতি? মেডিক্যাল টেকনোলজিস্ট (Medical Technologist) পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করল হাইকোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি জয়ন্তকুমার বিশ্বাসের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি। তদন্ত কমিটিতে হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের সচিব নরেন্দ্রনাথ দত্ত। তদন্ত কমিটিতে হাইকোর্টের আইনজীবী অয়ন বন্দ্যোপাধ্যায়।
মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ: নিয়োগে দুর্নীতি মামলায় এদিনের শুনানিতে বিচারপতি হরিশ টন্ডনের পর্যবেক্ষণ, "এই নিয়োগ প্রক্রিয়া স্বজনপোষণ, পক্ষপাতিত্ব, ক্ষমতার অপব্যহারের নিদর্শন। এই নিয়োগ প্রক্রিয়ায় কয়েকজনকে বেছে বেছে চাকরি দেওয়া হয়েছে। কয়েকজনকে বেছে বেছে চাকরি, তারা ব্লু আইড। সাংবিধানিক প্রতিষ্ঠানে কোনও ব্যক্তি অসাংবিধানিক আচরণ গ্রহণযোগ্য নয়।''
২০১৮ সালে স্বাস্থ্য দপ্তরের অধীনে মেডিক্যাল টেকনোলজিস্টের ৭২৫টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে ওয়েস্টবেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। ২০১৯ সালে নথি যাচাই এবং ইন্টারভিউ হয়। মামলাকারীর দাবি, তিনি MSc পাস করেছেন। কিন্তু মেডিক্যাল টেকনোলজিতে এক বছরের ডিপ্লোমা করেছেন এই কারণ দেখিয়ে তাঁকে ১২ নম্বর দেওয়া হয়। অথচ কিছু BSc পাস করা প্রার্থীকে ১৫ নম্বর দেওয়া হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট-এর দ্বারস্থ হন মামলাকারী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মামলাকারীর আবেদন খারিজ করে স্যাট। তারপরই হাইকোর্টে মামলা করেন তিনি। বুধবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে শুনানি হয়। বিচারপতিরা বলেন, এই নিয়োগপ্রক্রিয়া স্বজনপোষণ, পক্ষপাতিত্ব এবং এবং ক্ষমতার অপব্যবহারের জ্বলন্ত উদাহরণ। কিছু ব্যক্তিকে বেছে বেছে নিয়োগ করা হয়েছে। তাঁরা ব্লু আইড হিসাবে পরিগণিত হয়েছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানে কোনভাবেই কোন ব্যক্তির অসংবিধানিক আচরণ গ্রহণযোগ্য নয়। তাই সত্য খুঁজে বার করা অত্যন্ত প্রয়োজনীয়।
অবসরপ্রাপ্ত বিচারপতি জয়ন্তকুমার বিশ্বাসের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে আদালত। কমিটিতে তাঁর সঙ্গে থাকবেন, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সচিব নরেন্দ্রনাথ দত্ত এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী অয়ন বন্দ্যোপাধ্যায়। তদন্ত কমিটিকে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। এর আগে গ্রুপ ডি মামলায় বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গড়েছিলেন বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ।