Panchayat Election: জেলায় জেলায় বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ, পুলিশের সঙ্গে বিবাদে অগ্নিমিত্রা
Panchayat Vote BJP: এই ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। ওসি-র হস্তক্ষেপে শেষপর্যন্ত অবরোধ উঠলেও, অভিযুক্তরা গ্রেফতার না হলে, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক।
কলকাতা: পশ্চিম বর্ধমানের (Pashchim Burdwan) পাণ্ডবেশ্বরের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের (Panchayat) দুই বিজেপি (BJP) প্রার্থীকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের (TMC) ব্লক সভাপতি ও জেলা পরিষদ প্রার্থী সুজিত মুখোপাধ্যায়। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে লাউদোহা থানার পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
এই ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। ওসি-র হস্তক্ষেপে শেষপর্যন্ত অবরোধ উঠলেও, অভিযুক্তরা গ্রেফতার না হলে, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার খড়দায় প্রচারের সময় বিজেপি প্রার্থীকে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়ে গতকাল পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের খড়বাগান এলাকায় উত্তেজনা ছড়ায়।
বিজেপি প্রার্থীর অভিযোগ, হামলাকারীরা সশস্ত্র অবস্থায় ছিল। রহড়া থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ তৃণমূলই হামলা চালিয়েছে। অভিযোগ মানতে নারাজ শাসকদল।
এদিকে, পঞ্চায়েত ভোটের এক সপ্তাহ আগে আজ হিংসাদীর্ণ কোচবিহারে রাজ্যপাল। রাজনৈতিক সংঘর্ষে আহত একজনকে দেখতে যাবেন বেসরকারি হাসপাতালে। ভোটকে কেন্দ্র করে কোচবিহারের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হানাহানি লেগেই আছে। গতকাল জেলায় পৌঁছেই কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সকালে রাজ্যপালের কাছে নালিশ জানাতে সার্কিট হাউসে যান হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের সিপিএম ও কংগ্রেস প্রার্থীরা।আজ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ বিজেপি নেতারাও। এর আগে সন্ত্রাস-বিধ্বস্ত ক্যানিং ও ভাঙড়ে যান রাজ্যপাল।
এছাড়াও, পঞ্চায়েত ভোটের এক সপ্তাহ আগে ভাঙড়ে দফায় দফায় গন্ডগোল। দেওয়াল লিখনকে কেন্দ্র করে ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আইএসএফ প্রার্থীর দেওয়াল লিখনের ওপর বোমার দাগ। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা। যদিও বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। আইএসএফের দাবি, তাদের প্রার্থীদের দেওয়াল লেখায় বাধা দিয়ে, ভয় দেখাতে বোমা ছোড়া হয়। তৃণমূলের পাল্টা দাবি, ভোটের আগে বোমা মজুত করে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে আইএসএফ। অন্যদিকে, ভগবানপুরের জিরানগাছায় বেআইনি অস্ত্র মজুতের অভিযোগে ২ আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃত রায়ান আলি মোল্লা ও জাহাঙ্গির মোল্লার কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পাশাপাশি, কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত বেওতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চড়িশ্বরে আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। আজ সকালে এক আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শাসকদল সব অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুন, পর্যটকের ব্যাগের আওয়াজে ঘুম ওড়ে বাসিন্দাদের! এই শহরে বন্ধ ট্রলিব্যাগ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন