Purulia News: লেন্সবন্দি গ্রামীণ মেলা! জাতীয় স্তরের পুরস্কৃত বাংলার ছেলে
Alok Avinash Photography: অলোকের ছবি জিতেছে প্রতিযোগিতায়। মন কি বাত অনুষ্ঠানে সফল প্রতিযো
সন্দীপ সমাদ্দার , পুরুলিয়া: তিনি পেশায় ব্যবসায়ী। কিন্তু তাতে পকেট ভরে, সংসার চলে। মনে ভরে না। মন ভরানোর জন্য তাঁর হাতে থাকতে হয় ক্যামেরা। পৃথিবীটা ক্যামেরার চোখ দিয়ে দেখতে ভালবাসেন তিনি। আর সেই ভালবাসার হাত ধরেই এল পুরস্কার। গ্রামীণ মেলার বিশেষ মুহূর্তের ছবি লেন্সবন্দি করে পুরস্কার পেলেন পুরুলিয়ার (Purulia News) বাসিন্দা অলোক অবিনাশ।
মাস কয়েক আগে ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতায় তাঁর পাঠানো ছবি বেছে নেওয়া হয়েছে। সফল প্রতিযোগীদের নাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার, 'মন কি বাত' (Man ki Baat) অনুষ্ঠানে সেই নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। এই খবর পেতেই অভিনন্দনের বন্যায় ভেসে যান অলোক। একে এমন পুরস্কার, তার উপর খোদ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী- দুইয়ে মিলে খুশি অলোক এবং তাঁর শুভাকাঙ্খীরা।
পুরুলিয়া শহরের পি এন ঘোষ স্ট্রিটের বাসিন্দা অলোক অবিনাশ (Alok Avinash)। ফটোগ্রাফি (Photography) বা ছবি তোলার নেশা পরিবারেই রয়েছে। অলোকের কাকা সন্তোষ রাজগড়িয়া খ্যাতনামা আলোকচিত্রী। সেই পরিমণ্ডল থেকেই বড় হয়েছেন তিনি। স্বপ্ন দেখা, অনুপ্রেরণা সবই সেখান থেকে। সেইভাবেই কাজের পাশাপাশি স্রেফ প্যাশনের জন্য ছবি তুলে গিয়েছেন তিনি। ২৩ বছর ধরে ক্যামেরা হাতে ছবি তোলার জন্য নানা পুরস্কারও এসেছে তাঁর ঝুলিতে। ইতিমধ্যেই অন্তত আড়াইশো বা তারও বেশি আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার তাঁর ঝুলিতে রয়েছে। এবার ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের পুরস্কার আলাদা মাত্রা এনে দিল। পুরুলিয়ার (Purulia Tourism) মতো প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর জেলা ছবি তোলার জন্য অমূল্য জায়গা বলে মনে করেন তিনি। নানাভাবে এখানে ছবির সাবজেক্ট মেলেও বলে তাঁর মত। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল গ্রামীন মেলা। গ্রামের কোনও মেলার রং-রূপ, গন্ধই ছবির মাধ্যমে তোলার চেষ্টা করেছেন তিনি। মেলার লোকজন,মেলার খাবার, মেলার নানা মুহূর্ত- সারা দেশ থেকে এসব ধরনের বহু ছবিই প্রতিযোগিতায় এসেছিল। তার মধ্যেই পুরস্কার জিতেছেন অলোক। বিখ্যাত আলোকচিত্রী সন্তোষ রাজগড়িয়া ভাইপোর এই সাফল্যে উচ্ছ্বসিত। মিতভাষী বর্ষীয়ান এই আলোকচিত্রী বলেন, 'পুরুলিয়া জেলা কৃষ্টি, সংস্কৃতি, জীবনযাত্রাকে লেন্সবন্দি করে বিশ্ববন্দিত করে তোলাই আমাদের লক্ষ্য।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: হাত শিবিরে এলেন বিনয় তামাঙ্গ! পাহাড়ে কংগ্রেসের নতুন ছক?