Kolkata News: যোগেশচন্দ্র ল কলেজে রঙ খেলা নিয়ে ধুন্ধুমার, চারু মার্কেট থানার ওসিকে তলব হাইকোর্টের
ABP Ananda LIVE : যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ঘটনায় চারু মার্কেট থানার ওসিকে তলব হাইকোর্টের । দুপুরে ১ টায় হাজিরার নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর । যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে গতকাল শুধু রঙের ব্যবহার হয়নি' । লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ব্যবহার করা হয়েছে, দাবি মামলাকারী ছাত্রের । সাব্বির আলি ও তার অনুগামীদের বিরুদ্ধে মাফিয়ারাজ চালানোর অভিযোগ পুলিশকে বারবার বলা সত্ত্বেও কিছু হয়নি, আমরা পুলিশকে প্রচুর চিঠি পাঠিয়েছি, জানাল 'ডে কলেজ কর্তৃপক্ষ । পুলিশের চোখের সামনেই সবটা হয়েছে, তারা কিছু করেনি, দাবি মামলাকারী ছাত্রের । আমি একটি স্বীকৃত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতা' । 'রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই মামলা করা হয়েছে' । প্রিন্সিপালের প্ররোচনায় এসব করা হচ্ছে' । প্রিন্সিপাল একটি রাজনৈতিক দলের মুখপাত্র, দাবি সাব্বির আলির আইনজীবীর । ছাত্ররা যেখানে অসুরক্ষিত বোধ করছে সেখানে আদালতকে তো এটা খতিয়ে দেখতে হবে' 'কেউ যদি আপনার নাম নিয়ে অবৈধ কাজ করে তাকে বের করে দিন' । নেতা হিসাবে আপনারও দায়িত্ব ছাত্রদের সুরক্ষিত রাখা' 'এটা চলতে পারে না', মন্তব্য বিচারপতি বসুর


















