Amit Shah on Election: '১৫ এপ্রিলের পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার', পশ্চিমবঙ্গে এসে বড় ঘোষণা অমিত শাহর?
Amit Shah in Bengal: তৃণমূলকে নিশানা করে এদিন অমিত শাহ বলেন, 'আজ মমতার নেতৃত্বে পুরো বাংলার বিকাশ থমকে।'

কলকাতা: এসআইআর আবহে কলকাতায় এসেছেন অমিত শাহ। সোমবার সল্টলেকে বিজেপির কার্যালয়ে রাজ্য নেতৃত্ব ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেন অমিত শাহ। এদিন দুপুরে সাংবাদিক বৈঠকও করেন তিনি।
ছাব্বিশে বিধানসভা ভোট। এর আগে বঙ্গে এসেছেন মোদি। বর্তমানে এসআইআর আর অনুপ্রবেশ ইস্যু নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। সেই প্রেক্ষাপটে তৃণমূলকে নিশানা করে এদিন অমিত শাহ বলেন, 'আজ মমতার নেতৃত্বে পুরো বাংলার বিকাশ থমকে। মোদির সব যোজনা পুরো দেশে গরিবের উন্নয়ন করছে, এখানে সিন্ডিকেট চলছে। ১৪ বছর ধরে ভয় ও দুর্নীতি, বাংলার পরিচয় হয়ে দাঁড়িয়েছে। বিজেপি সরকারের সঙ্কল্প ১৫ এপ্রিল, ২০২৬-এর পর যখন বিজেপির সরকার হবে, তখন বাংলার সংস্কৃতির পুনজন্মের চেষ্টা করব।'
কার্যত শাহের মুখে যেন 'ভবিষ্যতবাণী' শোনা গেল এদিন। অমিত শাহ বলেন, '২৬-এর বাংলায় বিজেপির সরকার হবে। এর মজবুত আধার বিজেপির কাছে আছে। ২০১৪-এ ১৭ শতাংশ ভোট ও ২ টো আসন পেয়েছিলাম। যে বিজেপি শুধু ৩টে আসন জিতেছিল, তারাই ৫ বছর পর ৭৭ আসন জিতেছে। আর কংগ্রেস বিগ জিরো হয়েছে, বামফ্রন্টও একটা আসন পায়নি। আর আমরা প্রধান বিরোধী দল হয়েছি, শুভেন্দু বিরোধী দলনেতা। ২০২৪-এর ১২টা আসন পেয়ছি, আর ২৬-এ প্রচণ্ড বহুমতের সঙ্গে বিজেপির সরকার হবে। ২৪ সালের তৃতীয়বার টানা মোদি প্রধানমন্ত্রী হয়েছে। মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার, দিল্লিতে বিজেপির সরকার হয়েছে। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশেও বিজেপি বা এনডিএ-র সরকার হয়েছে। আমার বিশ্বাস ২০২৬-এও বাংলায় বিজেপির সরকার হবে।'
অমিত শাহের কথায়, 'আমবার বিজেপির সবাই বাংলার মানুষকে আশ্বস্ত করছি এবং কথা দিচ্ছি, মোদির সরকার তৈরির পরই এখানকার গৌরবের পুনরুদ্ধার হবে,...দেশের যেখানে যেখানে এনডিএ, বিজেপির সরকার আছে, এখানে গরিবের উন্নয়নকে প্রাথমিক গুরুত্ব দেব। ...যাতে অনুপ্রবেশ বন্ধ করা যায়। না শুধু অনুপ্রবেশ আটকাব, চুন চুন করে ভারত থেকে বের করার কাজ বিজেপি করবে। '






















