(Source: ECI/ABP News/ABP Majha)
Andal Airport : সিটবেল্ট ছিঁড়ে সজোরে বিমানের গায়ে ধাক্কা, অন্ডালে এয়ার টার্বুলেন্সের ঘটনার তদন্তে DGCA-র দলগঠন
Paschim Burdwan News :অন্ডাল বিমানবন্দরে অবতরণের আগে স্পাইস জেটের বিমান সিভিয়ার এয়ার টার্বুলেন্সে পড়ার ঘটনায় তদন্তকারী টিম গঠন করল DGCA। ওই ঘটনায় ১১ জন যাত্রী আহত হয়েছিলেন, আজ ৮ জনকে ছেড়ে দেওয়া হয়।
ব্রতদীপ ভট্টাচার্য, মনোজ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক গাঁতাইত, অন্ডাল (পশ্চিম বর্ধমান) : ১৮৮ জন যাত্রী নিয়ে রবিবার সন্ধেয় অন্ডাল বিমানবন্দরে (Andal Airport) নামার আগে ঝড়ের কবলে পড়ে স্পাইস জেটের বিমান। বিমানবন্দরের ATC সূত্রে খবর, মুম্বই থেকে আসা স্পাইস জেটের বিমানটি সিভিয়ার এয়ার টার্বুলেন্সে (severe air turbulence) পড়ে।
প্রচণ্ড ঝাঁকুনিতে সিটবেল্ট ছিঁড়ে আহত হন বেশ কয়েকজন যাত্রী। ১১ জনকে ভর্তি করা হয় অন্ডালের একটি বেসরকারি হাসপাতাল ও দুর্গাপুরের মিশন হাসপাতালে। সোমবার ৮জন যাত্রীকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। ১ জন এখনও ভর্তি রয়েছেন অন্ডালের হাসপাতালে। ২ জন ভর্তি দুর্গাপুরের মিশন হাসপাতালে।
আতঙ্ক কাটছে না আহত যাত্রীদের
ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে চললেও আতঙ্কের রেশ কাটছে না যাত্রীদের। এক আহত যাত্রী জানিয়েছেন, মাথায় এখনও যন্ত্রণা রয়েছে। কী থেকে কী হল বুঝতে পারিনি। এই বিমানেই আসানসোলে বিয়েবাড়িতে আসছিলেন বাবা ও মেয়ে। দুঃসহ অভিজ্ঞতার কথা তাঁরা এখনও ভুলতে পারছেন না।
ঘটনায় তদন্তের নির্দেশ
অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ট্যুইটারে জানিয়েছেন, DGCA রবিবারের ঘটনার তদন্তে টিম গঠন করেছে। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এদিকে অন্ডাল বিমানবন্দর সূত্রে খবর, আবহাওয়া প্রতিকূল থাকায় রবিবার রাত ৯টা নাগাদ চেন্নাই থেকে ইন্ডিগোর একটি বিমান আসছিল অন্ডালে। সেটিকে তখনকার মতো বারাণসীতে ঘুরিয়ে দেওয়া হয়। পরে আবার সেটি অন্ডালে আসে।
View this post on Instagram
আরও পড়ুন- কালবৈশাখীর মাঝে কলকাতা বিমানবন্দরে এয়ার টার্বুলেন্সের শিকার বিমান, আহত একাধিক যাত্রী