Anubrata Mandal: ‘সবার ভাল হোক, উপকার হোক’, নববর্ষের শুভেচ্ছা অনুব্রতর
Cattle Smuggling Case: দু'দিন আগে এমন হালকা মেজাজে নববর্ষের শুভেচ্ছা জানাতে শোনা যায় নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কেও।

রামপুরহাট: দিল্লি নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের কথা ছিল গোয়েন্দাদের। কিন্তু পুরনো মামলায় নিজের গড়েই ফের পৌঁছে গিয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তা নিয়ে টানাপোড়েন, তাপ-উত্তাপ বিনিময়ের মধ্যে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন বীরভূমের তৃণমূল সভাপতি (TMC)। মঙ্গলকামনা করলেন বীরভূম তথা বাংলার সাধারণ মানুষের (Birbhum News)।
পুরনো মামলায় নিজের গড়েই ফের পৌঁছে গিয়েছেন অনুব্রত মণ্ডল
শনিবার দুবরাজপুর হাসপাতাল থেকে বেরনোর সময় সকলকে শুভেচ্ছা জানান অনুব্রত। গায়ে শাল জড়িয়ে তিনি যখন বেরোচ্ছেন, সেই সময় তাঁকে ছেঁকে ধরে সংবাদমাধ্যম। সেই সময় অনুব্রত বলেন, "নতুন বছর ভাল যাক। প্রত্যেকের ভাল হোক। উপকার হোক সকলের। বীরভূম এবং গোটা রাজ্যের মানুষের ভাল হোক।" দলের কর্মী এবং সমর্থকদেরও শুভেচ্ছা জানান অনুব্রত।
দু'দিন আগে এমন হালকা মেজাজে নববর্ষের শুভেচ্ছা জানাতে শোনা যায় নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কেও। তাঁকে বলতে শোনা যায়, "আমি সর্বপ্রথম ২০২৩-এর শুভ নববর্ষের তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সমস্ত সহকর্মীদের শুভেচ্ছা জানাই। নতুন ইংরেজি নববর্ষের সমস্ত সহকর্মী, বন্ধুবান্ধব সকলকেই শুভেচ্ছা।"
গরুপাচার মামলায় ধৃত অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন তদন্তকারীরা। সেই মতো আদালত থেকে অনুমোদনও জোগাড় করে ফেলেন তাঁরা। কিন্তু ওই দিনই অনুব্রতকে পুরনো একটি মামলায় গ্রেফতার করে রাজ্য পুলিশ, যেখানে একবছর আগে অনুব্রত গলা টিপে তাঁকে হত্যার চেষ্টা করেন বলে পুরনো অভিযোগে মামলা করেন তৃণমূলেরই এক কর্মী। তাতে বিরোধীররা অভিযোগ করেন যে, তৃণমূলই পুরনো অভিযোগ খুঁচিয়ে তুলে অনুব্রতর দিল্লিযাত্রা আটকে দিল।
অনুব্রতকে তীব্র কটাক্ষ করেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ
এ দিনও অনুব্রতকে তীব্র কটাক্ষ করেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "বীরভূমের বাঘকে খাঁচায় রেখেছে সিবিআই। এর পর তিহাড় জেলে গেলে দিল্লির মানুষও খাঁচাবন্দি বাঘকে দেখতে পাবে।" তার জবাবে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "অনুব্রতকে নিয়ে দিলীপ ঘোষের এত মাথা ব্যথা কেন? কাল কেউ দিলীপদার নাম বলে, উনি গ্রেফতার হবেন? নাম বললে গ্রেফতার হয় না, প্রমাণ লাগে। দিল্লি নিয়ে যাবে কি যাবে না, এত অআগ্রহ কেন। সবাই আইনি লড়াই লড়তে পারেন। তিহাড়ে থাকলে জিতে গেলাম, আসানসোলে থাকলে হেরে গেলাম, এমন কিছু আছে কি! এত আগ্রহ কেন?"




















