Anubrata Mondal News Live : দেহরক্ষী সায়গল এবং ঘনিষ্ঠতের সঙ্গে কী কথোপকথন, কল ডিটেলস নিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ
Anubrata Mondal Arrested Live Updates : তৃণমূল কংগ্রেসে বিভাজনের চেষ্টা অধীরের, আক্রমণ তাপসের। সব ফাঁস হবে, কটাক্ষ সুজনের।
LIVE
Background
কলকাতা : দুপুরে আলিপুরের কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর থেকেই অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal ) জেরা শুরু করে CBI। নিজাম প্যালেসের ( Nizam Palace ) ১৪ তলায় তলায় দফায় দফায় চলে জেরা । CBI সূত্রে খবর, অনুব্রত মণ্ডলকে জেরার জন্য একটি প্রশ্নের তালিকা তৈরি করা হয়। সেই অনুযায়ীই জিজ্ঞাসাবাদ চলে।
সূত্রের দাবি, অনুব্রত মণ্ডলের ( Anubrata Mondal ) দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে নিয়মিত কথা হত এনামুল হকের। বীরভূমের ( Birbhum ) ইলামবাজারের গরুর হাটের ফোড়ে শেখ আব্দুল লতিফের সঙ্গেও কথা হত সায়গলের। CBI আধিকারিকরা জানতে চান, অনুব্রত এই কারবারের ব্যাপারে কতটা ওয়াকিবহাল ছিলেন? সায়গলের ফোনে তাঁর সঙ্গে এনামুল বা লতিফের কথা হয়েছিল কি না? কথা হয়ে থাকলে, কী কথা হয়েছিল? গরুর কারবারের আর্থিক লেনদেনের বিষয়ে তৃণমূলের বীরভূম জেলার সভাপতি কী জানেন? বীরভূমের ইলামবাজারের গরু হাটে ভুয়ো নথি তৈরি করে গরু পাচার করা হত। সেই বিষয়ে তিনি কী কিছু জানতেন?
তাঁর মেয়ের নামে যে সম্পত্তি রয়েছে তার উৎস কী? আপনি কি কোনও কোম্পানির মালিক বা কোনও ব্যবসা করেন? তবে সূত্রের দাবি, জেরায় কোনও প্রশ্নেরই উত্তর দিচ্ছেন অনুব্রত মণ্ডল। কার্যত মুখে কুলুপ এঁটেছেন তিনি। সূত্রের খবর, মা তারার আশীর্বাদী ফুল সঙ্গে করে এনেছেন অনুব্রত মণ্ডল। জেরার মাঝে পাঞ্জাবির পকেট থেকে তা বের করে তা মাথায় ঠেকাচ্ছেন।,
এদিন সিবিআই (CBI ) হেফাজতে থাকাকালীন এদিন মোবাইল ফোনে দু’বার মেয়ের সঙ্গে কথা বলেন অনুব্রত মণ্ডল। ২ বার নেবুলাইজার দেওয়া হয় তাঁকে। MLA-হস্টেল থেকে অনুব্রত মণ্ডলের জন্য খাবার আনা হচ্ছে। অনুব্রত মণ্ডলের চিনারপার্কের ফ্ল্যাটের দুই কর্মী নিজাম প্যালেসে রয়েছেন। সূত্রের খবর, নেবুলাইজার দেওয়ার সময় তাঁদের একজনের কাছে অনুব্রত মণ্ডল জানতে চান তাঁর গ্রেফতার হওয়ার পর, বাইরে কী প্রতিক্রিয়া?
Anubrata Mondal Live : দেহরক্ষী সায়গল এবং ঘনিষ্ঠতের সঙ্গে কী কথোপকথন, কল ডিটেলস নিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ
সিবিআই সূত্রে দাবি, দেহরক্ষী সায়গল হোসেন ছাড়াও ঘনিষ্ঠদের সঙ্গে অনুব্রতর একাধিক কথোপকথনের কল ডিটেলস সামনে রেখেও অনুব্রতর কাছে জানতে চাওয়া হয়
Anubrata Mondal News Live : CBI’এর নজরে অনুব্রত মণ্ডলের সম্পত্তি! খতিয়ে দেখা হচ্ছে আয়ের উৎস
CBI’এর নজরে অনুব্রত মণ্ডলের সম্পত্তি! এই সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এল? অনুব্রত মণ্ডলের আয়ের বিষয়টিই খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
Anubrata Mondal Live : কোনও উত্তর দিচ্ছেন না, চুপ করে রয়েছে অনুব্রত, দাবি সিবিআই সূত্রের
অনুব্রত মণ্ডলের সম্পত্তির পরিমাণ তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা, গোয়েন্দাদের নজরে রয়েছে। CBI সূত্রে দাবি, তদন্তে অসহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল।কোনও উত্তর দিচ্ছেন না। চুপ করে থাকছেন।
Anubrata Mondal News Live : বীরভূম হয়ে ২০ হাজারের বেশি গরুপাচার, দাবি ইডি সূত্রের
ইডি-র দাবি, ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত, BSF কমান্ডান্ট সতীশ কুমার মুর্শিদাবাদে পোস্টিং থাকাকালীন, বীরভূম হয়ে প্রায় ২০ হাজার গরু পাচার হয়েছেগরু পিছু টাকা নেওয়া হত। ইলামবাজারের পশু হাট থেকে গরু পাচার হত বাংলাদেশে।সেফ প্যাসেজ দেওয়ার জন্য টাকা নেওয়া হতসেই টাকা পৌঁছত প্রভাবশালীদের কাছে। সূত্রের খবর, এ’দিন এই বিষয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করা হয়।
Anubrata Mondal Live : তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল, CBI সূত্রে দাবি
অনুব্রত মণ্ডলকে দফায় দফায় জেরা করছেন CBI’এর অফিসাররা। তাঁর সম্পত্তির উৎস কী, এখন এটাই খতিয়ে দেখছেন তাঁরা। যদিও, CBI সূত্রে দাবি, তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল। কোনও উত্তর দিচ্ছেন না। চুপ করে থাকছেন।