Anubrata Mondal: দিল্লিযাত্রা রুখতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ!
Kolkata High Court: আজই হাইকোর্টে মামলা করা হতে পারে।

প্রকাশ সিনহা, আসানসোল: আসানসোলের বিশেষ আদালত থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পর গরুপাচার মামলায় (Cow Smuggling Case) আজ অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যেতে পারে ইডি (ED)। এদিকে দিল্লিযাত্রা রুখতে ফের সক্রিয় অনুব্রত মণ্ডলের আইনজীবী। সূত্রের খবর, দিল্লি যাত্রা রুখতে আসানসোল বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন অনুব্রতর আইনজীবী। আজই হাইকোর্টে (High Court) মামলা করা হতে পারে।
এদিকে আজই সিবিআইয়ের মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে পেশ করা হবে আসানসোল আদালতে।
দিল্লি হাইকোর্টে শুনানি: দিল্লি হাইকোর্টে আজই অনুব্রত মামলার শুনানির আবেদন করলেন তাঁর আইনজীবী কপিল সিব্বল। আজই দিল্লি হাইকোর্টে দুপুর দুটোর পর শুনানি। গরুপাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল। সিব্বলের দাবি, অনুব্রতকে বাংলা থেকে দিল্লি আনার চেষ্টা হচ্ছে। দিল্লি হাইকোর্টেই ৩টি মামলার শুনানি হওয়ার কথা, দাবি কপিল সিব্বলের।
আজই দিল্লি যাত্রা? আজ অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি। সূত্রের খবর, ইতিমধ্য়েই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে আসানসোল জেল। দিল্লি যাত্রা রুখতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন অনুব্রতর আইনজীবী। আসানসোল বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে আজই হাইকোর্টে মামলা করা হতে পারে। আজই সিবিআইয়ের মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে পেশ করা হবে আসানসোল আদালতে। অন্যদিকে,অনুব্রতকে দিৃল্লি নিয়ে যাওয়ার বিরোধিতা করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। এ বিষয়ে প্রশ্ন তুলে শান্তনু সেনের দাবি 'দিল্লি নিয়ে যেতে হলে, কলকাতায় ইডির দফতর কেন?'
কিছুদিন আগেই অনুব্রত মণ্ডলের পরিচারকের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিউড়ির সমবায় ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্টের তদন্তে নেমে এই প্রথম কোনও অ্যাকাউন্ট ফ্রিজ করল সিবিআই। অনুব্রত মণ্ডলের পরিচারক বিজয় রজকের নামে খোলা ওই অ্য়াকাউন্টে এখনও ১৫ লক্ষ টাকা রয়েছে, যা তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিহীন বলে মনে করছে সিবিআই। এত টাকার উৎস কী? কে ওই টাকা রাখল? তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিউড়ির সমবায় ব্যাঙ্কে ৩০০-র বেশি বেনামি অ্যাকাউন্ট খুলে গরুপাচারের কালো টাকা সাদা করার কাজে ব্যবহার করা হয়েছিল বলে, সিবিআই সূত্রে দাবি করা হয়েছে।






















