Anubrata Mondal: লোকসভা ভোটের আগেই বীরভূমে ফিরলেন 'অনুব্রত'
দীর্ঘদিন পর লালমাটির দেশে কেষ্ট, দীর্ঘদিন পর, তাঁর গড়ে তোরণ, ফেসটুনে ফিরল তাঁর ছবি! বোলপুর থেকে শুরু করে সিউড়ি, রামপুরহাটের বিভিন্ন জায়গায় দেখা গেল এরকমই অনুব্রতর ছবি দেওয়া তোরণ!
ভাস্কর মুখোপাধ্যায়, কৃষেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, কলকাতা : লোকসভা নির্বাচনের বীরভূমে ফিরল গরু পাচার মামলায় তিহাড়ে জেলবন্দি অনুব্রত মণ্ডলের ছবি। দলের জেলা সভাপতির ছবি দিয়ে, বোলপুর, সিউড়ি, রামপুরহাটে লাগানো হল তোরণ, ফেস্টুন। তাহলে লোকসভা নির্বাচনে অনুব্রত-মডেলেই ভোট হবে? এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
সামনেই লোকসভা ভোট। তার আগে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। তবে, সশরীরে নয়, ছবিতে ! গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের এখনও দিল্লির তিহাড় জেল বন্দি! তবে দীর্ঘদিন পর, তাঁর গড়ে তোরণ, ফেসটুনে ফিরল তাঁর ছবি! বোলপুর থেকে শুরু করে সিউড়ি, রামপুরহাটের বিভিন্ন জায়গায় দেখা গেল এরকমই অনুব্রতর ছবি দেওয়া তোরণ!
তাতে নতুন কোর কমিটির ৫ সদস্য ছবি দিয়ে তৃণমূলনেত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। গত বুধবার, বীরভূমের তৃণমূল নেতৃত্বের সঙ্গে কালীঘাটে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই অনুব্রত মণ্ডলের গুরুত্ব যে অপরিসীমে তা বুঝিয়ে দিয়ে তিনি বলেন, বীরভূম জেলা সংগঠনে কেষ্টর (অনুব্রত মণ্ডল) অবদান আছে। সেই অবদানকে অস্বীকার করার উপায় নেই। ওকে ভুলে যাওয়া যাবে না। ওঁর ঘনিষ্ঠ লোকজনকে কাজে লাগাতে হবে। বিনা কারণে ওকে আটকে রাখা হয়েছে। কেষ্ট ফিরে এলে ওর জায়গা ফেরত পাবে।
বৈঠকে ৯ জনের বদলে ৫ সদস্যের কোর কমিটিও গঠন করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটিতে রয়েছেন আশিস বন্দ্যোপাধ্য়ায়,
চন্দ্রনাথ সিংহ, অভিজিৎ সিংহ, বিকাশ রায়চৌধুরী ও সুদীপ্ত ঘোষ। কমিটি থেকে ডানাছাঁটা যায় অনুব্রত বিরোধী বলে পরিচিত জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। নতুন কোর কমিটিতে যাঁরা রয়েছেন, তাঁরা সকলেই অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত।
গরু পাচার মামলায় ২০২২ সালের ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে CBI। তবে তারপরও বীরভূমের জেলা সভাপতির পদ থেকে তাঁকে সরায়নি তৃণমূল। যদিও, তৃণমূলের কর্মসূচি এবং জেলার বিভিন্ন অনুষ্ঠানের প্রচার থেকে বাদ পড়ে তাঁর ছবি। অনুব্রতর গ্রেফতারির পর, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রথম বীরভূম সফরের সময়, ব্য়ানার-ফেস্টুনে দেখা যায়নি কেষ্টর ছবি।
কিন্তু, ২৪ জানুয়ারির বৈঠকে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যতদিন অনুব্রত মণ্ডল সংগঠন দেখত আমাদের চিন্তার কারণ ছিল না। তোমরা মনযোগী হও। আমাদের সংগঠন নিয়ে ভাবার কিছু নেই। ২ টি আসনেই এবারও আমাদের জিততে হবে।' আর এরপরই সক্রিয় হয়ে উঠেছে অনুব্রতর অনুগামীরা।
ভোট মানেই অনুব্রত মণ্ডলের হুমকি-হুঁশিয়ারিতে তেতে থাকত রাজ্য় রাজনীতি। একসময়ের তৃণমূলের ভোট ম্য়ানেজার আপাতত তাঁর জেলা থেকে বহু দূরে তিহাড় জেলে। পঞ্চায়েত ভোটের মতো লোকসভা ভোটও কি গরাদের পিছন থেকেই দেখতে হবে কেষ্টকে? তাঁর পথে চলে লোকসভা ভোটে ২টো আসনই তৃণমূল ধরে রাখতে পারবে? উত্তর দেবে সময়।
আরও পড়ুন: রাম লালার অদেখা ছবি! সাজানোর আগে কেমন ছিল দেখতে? দেখালেন খোদ শিল্পী