Anubrata Mondal : আজ ফের আদালতে অনুব্রত, কী জানাতে চলেছে CBI ?
Anubrata Mondal News : গরুপাচার মামলায় আজ ফের অনুব্রত মণ্ডলকে কোর্টে পেশ, আসানসোল বিশেষ সিবিআই কোর্টে পেশ করা হবে অনুব্রতকে
আবীর দত্ত, কলকাতা : গরুপাচারকাণ্ডে ( Cow Smuggling Case ) সিবিআইয়ের ( CBI ) মামলায় আজ ফের অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal ) আসানসোল আদালতে ( Asansol Court ) তোলা হবে।
বৃহস্পতিবার বীরভূমে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তৃণমূলের এক পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর-সহ অনুব্রত ঘনিষ্ঠ ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, লটারির মাধ্যমে গরুপাচারের কালো টাকা সাদা করা হয়েছিল কি না, মূলত তাই জানতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। সেইসমস্ত তথ্য ছাড়াও বিভিন্ন ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্ট এবং গাড়ি ব্যবহার সংক্রান্ত নথিও শুক্রবার আদালতে পেশ করবে সিবিআই।
এর আগে জানুয়ারিতে গরুপাচার মামলায় ধাক্কা খান অনুব্রত মণ্ডল। ইডির মামলায় অনুব্রতর জামিনের আবেদন খারিজ করে দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। গ্রেফতারির পর ৬০ দিন কেটে গেলেও চার্জশিট দিতে পারেনি ইডি। এই প্রেক্ষাপটে জামিনের আবেদন করেন গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত। সেই আবেদনই খারিজ করে দেয় দিল্লির আদালত।
এরপর জানুয়ারির ২১ তারিখ। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর, প্রথমবার বীরভূম সফরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ বোলপুর থেকে শান্তিনিকেতন, তৃণমূলের কোনও প্রচারেই ছিল না অনুব্রত মণ্ডলের ছবি ! এখনও তিনি দলের জেলা সভাপতি। কিন্তু দলনেত্রীর সফরে, প্রচারের জন্য় যে পোস্টার, প্ল্য়াকার্ড, তোরণ, ফেস্টুন করা হয়েছে, তার কোথাও ছিল না অনুব্রতর ছবি! সেখানে জায়গা পায় , চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরীদের ছবি।
গত বছরের ১১ অগাস্ট, গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। তারপর থেকে কখনও তদন্তকারী সংস্থার হেফাজতে অথবা জেলে রয়েছেন তিনি। অনুব্রতর সপ্তাহ তিনেক আগে, নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্য়ায়কে তৃণমূল সাসপেন্ড করলেও, কেষ্টর ক্ষেত্রে সেরকম কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টে তাঁর পাশে দাঁড়িয়েছেন খোদ দলনেত্রী। তিনি বলেন, ' কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কেষ্ট কী করেছিল? কেষ্টরা ভয় পাবে না। একটা কেষ্টকে ধরলে। লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে।' অতীতে বিরোধীদের অভিযোগের ভিত্তিতে বীরভূমে তৃণমূলের 'ওয়ান অ্যান্ড অনলি' ভোট ম্যানেজার অনুব্রত মণ্ডলকে গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। তা নিয়েও কেষ্টর পাশে দাঁড়িয়েছিলেন মমতা।যদিও হালফিলে মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের সময় কোনও হোর্ডিং বা পোস্টারে অনুব্রতর ছবি দেখা যায়নি।