Madan Mitra: লক্ষ্য '২৬ ! কাদের নামে 'কাঁচি' চালাতে চান মদন ?
Madans Warns TMC Councilors On Ariadaha Lynching Case : সৌগত রায়ের সামনে প্রকাশ্য মঞ্চ থেকে দলের কাউন্সিলরদের হুঁশিয়ারি, কাদের নামে 'কাঁচি' চালাতে চান মদন ?
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের বিস্ফোরক কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। এবার ২১ জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে সৌগত রায়ের সামনে প্রকাশ্য মঞ্চ থেকে দলের কাউন্সিলরদের আরিয়াদহকাণ্ড নিয়ে হুঁশিয়ারি দিলেন মদন মিত্রl
'যারা কথা শুনছেন না..'
কাউন্সিলরদের কড়া বার্তা দিলেন মদন মিত্র। তিনি বলেছেন,' এই যে আমরা বারবার বলছি, কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না। দলের কথা কেউ শুনছেন না। যারা কথা শুনছেন না কিংবা কথা মেনে চলেছেন না', তাঁদের সতর্কবার্তা দেন শাসকদলের এই হেভিওয়েট নেতা। সৌগত রায়ের সামনেই কটাক্ষের সুরে বলেন, যারা ভাবছেন কাউন্সিলর হয়ে গিয়েছেন, তাঁরা নিশ্চিন্তে থাকতে পারেন। আর কয়েক বছর পর আপনাদের ঘুমিয়ে পড়তে হবে', এভাবেই হুঁশিয়ারি দেন কামারহাটির বিধায়ক।
'কামারহাটির নামে চুনকালি পড়ে গেছে..'
মদন মিত্রের সংযোজন,' কামারহাটির একটা ঘটনা পশ্চিমবঙ্গে কামারহাটির নামে চুনকালি পড়ে গেছে। কান খুলে শুনে রাখুন, আপনাদের উপর নজর রাখা হচ্ছে। আর যে ভাবছেন, ২৬ এ আমি আবার হব। দিদিকে বলে কাউন্সিলর হব। তাঁদেরকে বলি, তার আগে এখান থেকে নাম কাঁচি দিয়ে কেটে দেওয়া হবে', স্পষ্ট বার্তা দেন মদন মিত্র।
মূলত অভিযুক্ত জয়ন্ত রায়ের নাম এই মুহূর্তে শিরোনামে
আড়িয়াদহকাণ্ডে মূলত অভিযুক্ত জয়ন্ত রায়ের নাম এই মুহূর্তে শিরোনামে। যার বিরুদ্ধে আগেও মারধরের অভিযোগ এসেছে। যা নিয়ে ইতিমধ্যেই শাসকদলে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। এমনিতেই বেধড়ক মারধরের ঘটনা উত্তাল রাজ্য রাজনীতি। প্রশ্ন তুলেছে বিজেপির শীর্ষ নের্তৃত্বও। এদিকে এমন এক পরিস্থিতিতে ঘনিষ্ঠ জয়ন্তের একের পর অত্যাচার ফাঁস, দায় এড়ানোর মরিয়া চেষ্টায় কামারহাটির তৃণমূল বিধায়ক।
আরও পড়ুন, আজ রাজ্যের ১১ জেলায় কমল পেট্রোলের দাম ! কলকাতায় জ্বালানির দর কত ?
মদন মিত্র বলেছেন, 'আমি প্রতিবাদ করছি বলে, খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছি।' জয়ন্ত-'ঘনিষ্ঠতার' ছবি প্রকাশ্যে আসার পরেও ঘনিষ্ঠ নয় বলে দাবি মদনের। জয়ন্ত-বাহিনীকে চেনার কথা স্বীকার করেও ঘনিষ্ঠ নেই বলে দাবি জানিয়েছেন তিনি। গ্যাং-জয়ন্তের ত্রাসের জন্য পুলিশকেই দায়ী করে দূরত্ব তৈরির মরিয়া চেষ্টা। প্রতিবাদ করলেই খুন হয়ে যাব, বলছেন খোদ কামারহাটির তৃণমূল বিধায়ক। দুষ্কৃতীদের সঙ্গে মন্ত্রীদের একাংশেরও যোগাযোগের বিস্ফোরক অভিযোগ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।