Arijit Singh Concert: 'আবেদন জমা পড়েনি, তাই অনুমতিও দেওয়া হয়নি', অরিজিৎ-কনসার্ট বিতর্কে দাবি মেয়রের
West Bengal Arijit Singh Programme: ১৮ ফেব্রুয়ারি ইকো পার্কে অরিজিৎ সিংহের কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু, সেই অনুষ্ঠানের অনুমতি না মেলা নিয়ে, সরব হয়েছে বিজেপি।
![Arijit Singh Concert: 'আবেদন জমা পড়েনি, তাই অনুমতিও দেওয়া হয়নি', অরিজিৎ-কনসার্ট বিতর্কে দাবি মেয়রের Arijit Singh Concert Firhad hakim says no application submitted for progamme Arijit Singh Concert: 'আবেদন জমা পড়েনি, তাই অনুমতিও দেওয়া হয়নি', অরিজিৎ-কনসার্ট বিতর্কে দাবি মেয়রের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/28/9a3098f677c859227fbaf16fce3bb3c81672246760127223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শিবাশিস মৌলিক এবং অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ছবির পর এবার গানের অনুষ্ঠান। বিনোদনে ফের বিতর্কের ছায়া। প্রজাপতি-বিতর্কের রেশ কাটার আগেই ইকো পার্কে অরিজিৎ সিংহের (Arijit Singh) কনসার্টের অনুমতি ঘিরে তৈরি হল নতুন বিতর্ক।
১৮ ফেব্রুয়ারি ইকো পার্কে (Eco Park) অরিজিৎ সিংহের কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু, সেই অনুষ্ঠানের অনুমতি না মেলা নিয়ে, সরব হয়েছে বিজেপি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ট্যুইট করেছেন, কলকাতা চলচ্চিত্র উৎসবে, নাগরিক স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সিনিয়র বচ্চনের মুখ খোলটা একদম সঠিক ছিল। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মঞ্চে 'রং দে তু মোহে গেরুয়া' গাওয়ার পর, এবার ইকো পার্কে অরিজিৎ সিংয়ের শো বাতিল করে দিল সরকারি সংস্থা হিডকো।
কলকাতা অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একটি গান (রং দে তু মোহে গেরুয়া) গেয়েছিলেন অরিজিৎ সিং। এরপরই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ট্যুইট করে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন অরিজিৎ সিংকে তাঁর প্রিয় গান গাইতে বলেন, তখন তিনি গেয়ে ওঠেন রং দে তু মোহে গেরুয়া।
আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর সামনে 'গেরুয়া' গাওয়াতেই পদক্ষেপ? ইকো পার্কে অরিজিৎ সিংহের কনসার্টে 'না'
এবার ইকো পার্কে অরিজিৎ সিংয়ের কনসার্টের অনুমতি না মেলা নিয়ে, সেই প্রসঙ্গ টেনে আনল গেরুয়া শিবির। যদিও, হিডকোর চেয়ারম্য়ান এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, কনসার্টের জন্য কোনও আবেদনই জমা পড়েনি।
ফিরহাদ হাকিম বলেন, "সেদিন বিশ্ব বাংলা গেটের ওখানে জি২০ সামিটও রয়েছে। এছাড়াও ইকো পার্কে প্রতিদিন হাজার হাজার লোক হচ্ছে। পুলিশও দ্বিধাবিভক্ত আদৌ তারা এ ভিড় সামলাতে পারবে কি না।"
দেব ও মিঠুন চক্রবর্তীর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি প্রজাপতি সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে শো না পাওয়ায় প্রশ্ন উঠেছিল। এর নেপথ্যে কারণ কি মিঠুনের রাজনৈতিক পরিচয়? গেরুয়া শিবিরের সদস্য বলেই কি তাঁর ছবি সরকারি প্রেক্ষাগৃহে জায়গা পেল না? এবার অরিজিৎ সিংয়ের কনসার্টের অনুমতি না মেলা নিয়ে, বিতর্কের কেন্দ্রবিন্দুতেও সেই গেরুয়া।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)