Arjun Singh : বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করবেন ? কী বলছেন অর্জুন সিং
Arjun Singh : ইতিমধ্যেই এই ইস্যুতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন অর্জুন সিং।
সমীরণ পাল ও মনোজ বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুর : পাটের দাম বিতর্কে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। এই মর্মে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠিও দেবেন। এই ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী ও জুট কমিশনারের ভূমিকায় ক্ষুব্ধ অর্জুন। তবে কি তিনি বিজেপি ছাড়তে পারেন ? ফিরতে পারেন তৃণমূলে ? অর্জুনকে নিয়ে জল্পনা তুঙ্গে। চলছে রাজনৈতিক তরজাও।
ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহর কি তবে পুরনো দলে ফিরে আসার সম্ভাবনা আছে ? এপ্রসঙ্গে অর্জুন বলেন, পুরনো দল, নতুন দলের কোনও ব্যাপার নেই। আমি এটুকু বলব, এই লড়াইটা সম্পূর্ণ আলাদা লড়াই। এর সঙ্গে দলের কোনও ব্যাপার নেই বা দলের ফিরে যাওয়া বা দলে চলে আসা, এরকম কোনও ব্যাপার নেই।
বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের এই মন্তব্যই আরও বেশি করে জোরাল করল সেই প্রশ্ন। অর্জুন কি বিজেপি ছাড়ছেন ? তিনি কি তৃণমূলে ফিরছেন ? পাটের দাম নিয়ে মোদি সরকারের সঙ্গে সংঘাতের মধ্যে দিয়ে কি সেই রাস্তা প্রশস্ত করছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ ? এখন প্রশ্ন, তবে কি ধাপে ধাপে সিদ্ধান্ত ? এপ্রসঙ্গে অর্জুন বলেন, ধাপে ধাপে মুভমেন্ট। একদিনের মধ্যে মুভমেন্টের সিদ্ধান্ত তৈরি করা যায় না। আমি পশ্চিমবঙ্গে রাজনীতি করেছি। বামপন্থী রাজনীতির বিরুদ্ধেও লড়েছি।
তৃণমূলের বিরুদ্ধেও লড়ছেন ? অর্জুনের উত্তর, তৃণমূলের বিরুদ্ধেও এখনও পর্যন্ত লড়ছি। আমি তো আজকে অবধি তো কথা বলব যে এই মুহূর্তে আমি কী করছি।
ইতিমধ্যেই এই ইস্যুতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন অর্জুন সিং। সুরাহার খোঁজে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার কথাও জানিয়েছেন। এবার জুট কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন অর্জুন সিং। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনস্থ জুট কমিশনারের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন। এই সবই কি অর্জুন সিংয়ের রাজনৈতিক পদক্ষেপের ইঙ্গিত?
অর্জুন জানান, আমি সিএমকে চিঠি লিখছি, আমার এখানে অনেক ভোটার আছে, জুটমিলের সঙ্গে যুক্ত, তারা বঞ্চিত হচ্ছে। মুখ্যমন্ত্রীকে জানাতেই হবে বিষয়টি। জুট কমিশনার মলয় চক্রবর্তী প্লাস্টিককে প্রোমোট করতে পাটকে ধ্বংস করতে চাইছেন, প্রধানমন্ত্রী কিছু জানেন না, আমরা দেখা করে বলব।
কেন্দ্রের বিরুদ্ধে চট ইস্যুতে অর্জুন সিংয়ের এই যুদ্ধংদেহী মনোভাব কি বড়সড় রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের ইঙ্গিত ? এই প্রশ্ন ক্রমেই জোরাল হচ্ছে। পাট শিল্প নিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদের পরবর্তী পদক্ষেপ কী হয়? ব্যারাকপুর শিল্পাঞ্চলে পাট শিল্পকে কেন্দ্র করে রাজনীতি কোন দিকে গড়াবে? সেটাই এখন দেখার।