Arpita Mukherjee: চোখ কপালে পড়শিদের, ছবি তুলতে গভীর রাতেও ভিড়
SSC Scam: ইতিমধ্যেই টাকা নিতে এসে পৌঁছেছে ট্রাঙ্ক ভর্তি ট্রাক। তা দেখতে গভীর রাত পর্যন্ত ভিড় জমিয়েছিলেন বাসিন্দারা। অনেকের হাতেই ছিল মোবাইল।
কলকাতা: আবাসনেই থাকতেন। আবাসনে মোট দুটি ফ্ল্যাট রয়েছে। কিন্তু পড়শির এই রূপ কোনওতদিনই বুঝতে পারেননি পড়শিরা (Neighbour)। ইডির (Enforcement Raid) হানায় কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পর কার্যত চোখ কপালে, অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বেলঘরিয়ার আবাসনের পড়শিদের।
বুধবার বেলঘরিয়ার আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের আবাসনে হানা দেয় ইডি। দীর্ঘ তল্লাশিতে উদ্ধার হয়েছে কুড়ি কোটি নগদ এবং বিপুল সোনা। খবরে তা দেখামাত্র আবাসনের চত্বরে ভিড় জমান পড়শিরা। ইতিমধ্যেই টাকা নিতে এসে পৌঁছেছে ট্রাঙ্ক ভর্তি ট্রাক। তা দেখতে গভীর রাত পর্যন্ত ভিড় জমিয়েছিলেন বাসিন্দারা। অনেকের হাতেই ছিল মোবাইল। ট্রাঙ্কের ছবি ক্যামেরাবন্দি করার জন্য অপেক্ষা করছিলেন অনেকে।
কী বলছেন পড়শিরা:
এমন ঘটনায় হতবাক পড়শিরা। কেউ বলছেন তাঁরা দেখে চমকে যাচ্ছেন। কারও দাবি, তাঁরা অর্পিতাকে সেভাবে দেখেননি, এমন বিলাসবহুল জীবনযাপন সম্বন্ধেও জানতেন না বলে জানাচ্ছেন পড়শিরা।
View this post on Instagram
কসবায় অর্পিতা মুখোপাধ্যায়ের যে অফিস রয়েছে। সেখানেও চলছে ইডির তল্লাশি। ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে সেখানে চলছে তল্লাশি। কসবায় থাকা ইচ্ছে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড-নামের ওই অফিসের ডিরেক্টর পদে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। সেখানে টানা তল্লাশি চলছে। সূত্রের খবর, অফিসের সব নথি খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে টাকা এসেছিল, কার টাকায় অফিস ও বাড়ি তৈরি হয়েছে, সেসব খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: 'এটা অর্গানাইজড ক্রাইম, দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে', কড়া বার্তা সুজনের