Arpita Mukherjee:'সামাজিক স্টেটাস নষ্ট হচ্ছে, আমি উচ্চ বংশের মেয়ে', বিচারককে বললেন অর্পিতা
Recruitment Scam Case: বিচারকের উদ্দেশে অর্পিতা বলেন, '৮ মাস নির্দোষ মহিলাকে জেলে আটকে রাখা হয়েছে। আপনার কি মনে হয় না, একজন মহিলাকে আটকে রেখে তাঁর সামাজিক স্টেটাস নষ্ট হচ্ছে?'

কলকাতা: মঙ্গলবার ভার্চুয়াল শুনানি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের অঙ্গভঙ্গি (arpita mukherjee) নিয়ে নানা ধরনের জল্পনা এর মধ্যেই তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও তার মধ্যেই বিচারকের উদ্দেশে অর্পিতা বলেন, '৮ মাস নির্দোষ মহিলাকে জেলে আটকে রাখা হয়েছে। আপনার কি মনে হয় না, একজন মহিলাকে আটকে রেখে তাঁর সামাজিক স্টেটাস নষ্ট হচ্ছে? আমি অত্যন্ত উচ্চ বংশের মেয়ে। মা অসুস্থ। তাঁর পাশে থাকতে হবে।'
ভার্চুয়াল শুনানি চলাকালীন ইশারায় কথা বলেন পার্থ এবং অর্পিতা!
মঙ্গলবার ভার্চুয়াল শুনানিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির হন পার্থ এবং অর্পিতা। সেখানে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত দু'জনেরই হেফাজতের মেয়াদ বেড়েছে। কিন্তু সেই শুনানি চলাকালীন পার্থ এবং অর্পিতা পরস্পরের প্রতি প্রেমের অঙ্গীকার করেছেন বলে জানা গিয়েছে। আদালতের একটি সূত্র মারফত জানা গিয়েছে, এ দিন ভার্চুয়াল শুনানি চলাকালীন ইশারায় কথা বলেন পার্থ এবং অর্পিতা। সূত্রের খবর, অর্পিতাকে দেখে বুকের বাঁ দিকে হাত রেখে, আঙুল দিয়ে হৃদয় এঁকে দেখান পার্থ। তা দেখে হেসে ফেলেন অর্পিতা।
আদালতের একটি সূত্র জানিয়েছে, এর কিছু ক্ষণ পর পার্থর কম্পিউটারের স্ক্রিন কালো হয়ে যায়। সমস্যা মিটলে ফের ফের স্ক্রিনে দেখা যায় তাঁকে। তাতে ইশারায় তাঁর দিকে প্রশ্ন ছোড়েন অর্পিতা। জবাবে ইশারাতেই পার্থ বুঝিয়ে দেন, তিনি চা খাচ্ছিলেন। সূত্রের খবর, এর পর অর্পিতার চুল দেখে মুচকি হাসেন পার্থ। গোঁফে পার্থকে ভাল লাগছে, ইশারায় বোঝান অর্পিতাও। এর পর বুড়ো আঙুল উঁচিয়ে অর্পিতাকে থামস আপ দেখান পার্থ। তাতে কিছু লেখার ইশারা করেন অর্পিতা। শুধু তাই নয়, ঠোঁট দেখিয়ে 'মাথা খারাপ হয়েছে?' এমন প্রশ্নও নাকি ইশারায় ছুড়ে দেন অর্পিতা। তাতে পাল্টা ইশারায় জবাব দেন পার্থ।
চিরকুটের সূত্র ধরে পার্থর ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে টাকার পাহাড়় উদ্ধার করেন তদন্তকারীরা
নিয়োগ দুর্নীতিতে তৃণমূল থেকে প্রথমেই গ্রেফতার হন পার্থ। একদা তৃণমূলে মমতার পরই দু'নম্বর নেতা ছিলেন পার্থ। রাজ্যের শিক্ষা দফতরের দায়িত্বেও ছিলেন তিনি। তাঁর বাড়িতে গিয়ে তেমন কিছু না মিললেও, চিরকুটের সূত্র ধরে পার্থর ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে টাকার পাহাড়় উদ্ধার করেন তদন্তকারীরা। নগদে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়। কাঁড়ি কাঁড়ি গহনা, রাশি রাশি ধন-সম্পত্তির হদিশ মেলে বলে। পার্থর দৌলতেই ওই টাকা অর্পিতার ফ্ল্যাটে পৌঁছয় বলে অভিযোগ তদন্তকারীদের। যদিও এ নিয়ে স্বীকারোক্তি মেলেনি কোনও পক্ষেরই।
আরও পড়ুন:কেষ্ট-মানিকে নীরব, শান্তনু-কুন্তলে সরব, তৃণমূল থেকে বহিষ্কৃত দুই যুবনেতা






















