Subhaprasanna Criticizes Mamata Banerjee : 'অপ্রসন্ন' শুভা ! 'হিটলারি একটা শাসন...' বাংলায় 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করা নিয়ে বিস্ফোরক শিল্পী
Subhaprasanna On The Kerala Story : ' শিল্পী স্বাধীনতায় হস্তক্ষেপ করার মতো অন্য়ায় কিছু হতে পারে না।' মন্তব্য করলেন শিল্পী।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : শিল্পী স্বাধীনতায় হস্তক্ষেপ করার মতো অন্য়ায় কিছু হতে পারে না। স্তাবকদের কথা না শুনে, উনি নিজে যদি সিনেমাটি দেখতেন, তাহলে হয়তো নিষিদ্ধ করতেন না। রাজ্য়ে 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে মুখ্য়মন্ত্রীকে উদ্দেশ্য় করে এমনই মন্তব্য় করলেন শিল্পী শুভাপ্রসন্ন (Subhaprasanna)।
বাংলায় 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)নিষিদ্ধ ঘোষণা করেছে তৃণমূল ( TMC ) সরকার। এবার এ নিয়ে বিস্ফোরক, তৃণমূল ঘনিষ্ট বলে পরিচিত শিল্পী শুভাপ্রসন্ন। রাজ্য় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে, মুখ্য়মন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন চিত্রশিল্পী। ' শিল্পী স্বাধীনতায় হস্তক্ষেপ করার মতো অন্য়ায় কিছু হতে পারে না।' মন্তব্য করলেন শিল্পী। এখানেই থামলেন না বললেন, হিটলারি একটা শাসন... এটা তো বজরং দলের কাজ !
'স্তাবকরা তাঁকে সঠিক পথে চালিত করে না'
শিল্পী শুভাপ্রসন্নের অভিযোগ, ' তাঁর স্তাবকরা তাঁকে সঠিক পথে চালিত করে না। মমতা নিজে হয়তো সিনেমাটা দেখেননি। দেখলে তিনি বন্ধ করতেন না। আমি ঘনিষ্ঠ বলে তো আমি অন্ধ নই। আমি তো পার্টির মেম্বার নই। দল গড়ে ওঠার সাক্ষী। আমি জানি কত প্রাণ, দিয়ে উনি দলটা দাঁড় করিয়েছেন। স্তাবকরা তখন কোথায়? গালিগালাদ করত। কোথায় ছিল আন্দোলনের সময়?'
পাল্টা এনিয়ে চিত্রশিল্পীকে বিঁধেছেন কুণাল ঘোষ। বললেন, ' উনি মহামানব। আজ ২৫ শে বৈশাখ। উনি রবীন্দ্রনাথের মতো দাড়ি রাখেন। যা বলার ২৬শে বৈশাখ বলব। আগের বার তো এসব বলে কান্নাকাটি করেছেন।'
অতীতের বিতর্ক
শুভাপ্রসন্ন তৃণমূলের কোনও পদাধিকারী না হলেও তাঁর সঙ্গে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সম্পর্ক বহু যুগ পুরনো! তিনি রাজ্য়ের পালাবদলের সাক্ষী! সেই শুভাপ্রসন্নর সঙ্গেই সাম্প্রতিককালে তৃণমূলের একের পর এক সংঘাত বাধছে! এই বছরের ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বাংলা ভাষায় 'পানি', 'দাওয়াত'-এর মতো শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন শিল্পী শুভাপ্রসন্ন। দেশপ্রিয় পার্কের সেই অনুষ্ঠানে একইমঞ্চে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুভাপ্রসন্নর বক্তব্যকে খণ্ডন করে দেন খোদ মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেন, ' শুভাদা অনেক শ্রদ্ধেয়। কিন্তু শুভা’দাকে একটা কথা বলব। দেখুন, কতগুলি শব্দ রয়েছে, যেগুলি সারা বিশ্বের। ‘জল’ বা ‘ওয়াটার’। কিন্তু ওয়াটারকে কেউ কেউ ‘পানি’ বলে। এটা আপনাকে মেনে নিতে হবে। মাকে কেউ ‘আম্মা’ বলে। এটাকে মেনে নিতে হবে। ওরা অতিথিসেবাকে দাওয়াত বলে। এটা বাংলাদেশের ভাষা। যাঁরা ও পার থেকে এ দেশে এসেছেন, তাঁরা এই ভাষাটাকে গ্রহণ করেছেন। আমি মাতৃভাষাকে চেঞ্জ করতে পারি না।'
এবার দ্য় কেরালা স্টোরি নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তে, শুভাপ্রসন্নর নিশানায় তৃণমূল সরকার। তিনি বললেন, ' বিষয় নিয়ে শিক্ষিত মুসলমানরা মনে হয় কিছু ভাববেন না। কিন্তু তথাকথিত অশিক্ষিত যারা তাঁদের ক্ষেপিয়ে দেওয়ার জন্য় ... তাই হয়তো উনি এটা ভেবেছেন। বুদ্ধদেব বাবুর আমলেও কিছু কিছু এমন ঘটনা ঘটেছে। তবে আমাদের এই রাজ্যে জিনিসটা না হওয়াই ভালো ছিল। মমতা নিজে শিল্পী। তাঁর বারণ করা এটা অন্যায় হয়েছে।'