Sabyasachi Dutta: বিধাননগর মেলা নিয়ে পুরসভাকেই আক্রমণ চেয়ারম্যান সব্যসাচী দত্তের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অনৈতিক কাজের অভিযোগ, পুরসভার বিরুদ্ধেই সরব চেয়ারম্যান। বিধাননগর মেলা নিয়ে পুরসভাকেই আক্রমণে চেয়ারম্যান। 'সরকারিভাবে মেলা করার অনুমতি, তাও বেসরকারি হাতে। আমার মনে হয়েছে, এতে বেশ কিছু আইনি জটিলতা আছে। জটিলতায় জড়াতে চাইনি, তাই অনুপস্থিত ছিলাম' । বিধাননগর মেলার উদ্বোধনে গরহাজিরা নিয়ে দাবি সব্যসাচী দত্তের। বেসরকারি সংস্থার হাতে মেলার দায়িত্ব দেওয়ায় আক্রমণে সব্যসাচী। চেয়ারম্যানের অভিযোগ নিয়ে এখনও প্রতিক্রিয়া মেলেনি মেয়রের।
আরও খবর...
সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী, বাউন্সার দিয়ে ডাক্তার-সংগঠনের ভোট। IMA বেঙ্গলের ভোট গণনা, অশান্তির আশঙ্কায় নামানো হল বাউন্সার। ভোট গণনায় অশান্তি পাকাতে পারে উত্তরবঙ্গ লবি, আশঙ্কা বিরোধী সংগঠনের। দলীয় মুখপাত্র, রোগী কল্যাণ সমিতির পদ হারিয়ে শেষ হাসি শান্তনুর। ১২ বছর একটানা রাজ্য সম্পাদক, সপ্তমবারও একই পদে নির্বাচিত শান্তনু।
তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর খাতায়কলমে এখনও বিজেপির সদস্য? ৫ বছর আগে বিজেপি ছাড়ার পর, এখনও বিজেপির চিঠি পান, দাবি হুমায়ুনের। 'প্রধানমন্ত্রীর কর্মসূচির চিঠিও আসে নিয়মিত', বিজেপির কর্মসূচি সম্পর্কেও জানানো হয়, দাবি তৃণমূল বিধায়ক হুমায়ুনের। ২০১৮-য় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন হুমায়ুন। ২০১৯-এর নভেম্বরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন মুর্শিদাবাদের হুমায়ুন। কংগ্রেস থেকে তৃণমূল ছেড়ে বিজেপি হয়ে ফের তৃণমূলে ফেরেন হুমায়ুন।