Asansol : আসানসোলে ১ লক্ষের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা, আসানসোলে সবুজ-উৎসব শুরু
Shatrughan Sinha leads by over 78,000 votes : বেলা সাড়ে ১১ টা পর্যন্ত খবর অনুসারে, ৭৮ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হাই।
আসানসোল : আসানসোল ধরে রাখতে পারবে বিজেপি? আর কয়েকঘণ্টা পরেই তা স্পষ্ট হয়ে যাবে। তবে লড়াইয়ে প্রথম থেকে পিছিয়ে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। ১ লাখেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা
আসানসোলে ২ নম্বরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ।
আসানসোলে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বী হলেও, মূল লড়াই ছিল তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হা, বিজেপির অগ্নিমিত্রা পাল, সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতণ্ডির মধ্যে। তবে নজর অগ্নিমিত্রা ও শত্রুঘ্নর দিকেই। ১১টি হলে ১৩৮টি টেবলে ১৪ থেকে ১৮ রাউন্ড গণনা হবে আসানসোলে। আর বেলা সাড়ে ১১ টা পর্যন্ত খবর অনুসারে, আসানসোলে ১ লক্ষের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। পাণ্ডবেশ্বর, বারাবনি, জামুড়িয়া, আসানসোল উত্তর, রানিগঞ্জে এগিয়ে তৃণমূল
আসানসোল দক্ষিণ, কুলটিতে এগিয়ে বিজেপি।
আরও পড়ুন :
কার দখলে বালিগঞ্জ? আসানসোল ধরে রাখতে পারবে বিজেপি?
একদিকে কয়লাখনি। অন্যদিকে, ছোট-বড় বিভিন্ন কলকারখানা। শিল্পাঞ্চল বলে পরিচিত আসানসোলের ফলের দিকে নজর সকলেরই। গতবছর এই কেন্দ্রের সাংসদ বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাঁর ছেড়ে যাওয়া আসনেই এবার উপনির্বাচন হচ্ছে।
গত বিধানসভা ভোটের নিরিখে এবার অনেকটাই পাল্লা ভারী শাসক দলের। কারণ, আসানসোল উত্তর, বারাবনি, জামুড়িয়া, রানিগঞ্জ ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। অন্যদিকে, বিজেপির সাকুল্যে ছিল আসানসোল দক্ষিণ ও কুলটি আসন। এবার কী হবে? আসানসোলে ভাগ্য খুলবে তৃণমূলের?
এক নজরে নির্বাচনের শিরোনাম
- বালিগঞ্জে এগিয়ে বাবুল সুপ্রিয়। হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে ২ নম্বরে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। কংগ্রেসকে চার নম্বরে ঠেলে ৩ নম্বরে বিজেপি।
- আসানসোলে এক লক্ষের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। ক্রমেই পিছোচ্ছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
- দেশের বাকি উপ নির্বাচনগুলিতেও পিছিয়ে বিজেপি। মহারাষ্ট্রে কোলহাপুর, ছত্তীসগড়ের খৈরাগড়ে এগিয়ে কংগ্রেস। বিহারের মুজফফরপুরে বোচহা বিধানসভায় এগিয়ে আরজেডি।