(Source: Poll of Polls)
Asansol News: পুরভোটে তৃণমূল প্রার্থী মীনাক্ষীর বোন, 'পারিবারিক সম্পর্ক অটুটই থাকবে' মন্তব্য দু-বোনের
সিপিএম (CPM) নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) খুড়তুতো বোন। দুই বোনের দাবি, তাঁদের রাজনৈতিক মত ভিন্ন হলেও তা পারিবারিক সম্পর্কে প্রভাব ফেলবে না।
কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: আসানসোল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী (TMC Candidate) মুনমুন মুখোপাধ্যায় (Munmun Mukherjee)। তিনি সিপিএম (CPM) নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) খুড়তুতো বোন। দুই বোনের দাবি, তাঁদের রাজনৈতিক মত ভিন্ন হলেও তা পারিবারিক সম্পর্কে প্রভাব ফেলবে না। যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)।
২০২১ এর বিধানসভা নির্বাচনে (Assembly Election) নন্দীগ্রাম (Nandigram) কেন্দ্রে লড়াই করে নজর কেড়েছিলেন সিপিএমের (CPM) মীনাক্ষী মুখোপাধ্যায়। ডিওয়াইএফআই-এর (DYFI) রাজ্য সম্পাদক মীনাক্ষী, রাজ্য রাজনীতিতে সিপিএমের নতুন মুখ হিসেবে পরিচিত।
আসানসোলের পুরভোটে এবার সেই মীনাক্ষীকেই প্রচারে নামতে হবে তাঁর বোনের বিরুদ্ধে। আসানসোল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে এবার মীনাক্ষীর খুড়তুতো বোন, পেশায় স্কুল শিক্ষিকা মুনমুন মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল।
এবারই প্রথম পুরভোটে দাঁড়িয়েছেন মুনমুন। পশ্চিম বর্ধমানের আসানসোলে কুলটি থানা এলাকার চলবলপুরে পাশাপাশি বাড়ি মীনাক্ষী ও মুনমুনদের। তবে দুই বোনের পরিবারের রাজনীতি ভিন্ন।
মীনাক্ষীর বাবা সাগর মুখোপাধ্যায় এলাকার দাপুটে সিপিএম নেতা (CPM Leader) হিসেবে পরিচিত। আর মীনাক্ষীর কাকা মহেশ্বর মুখোপাধ্যায় তৃণমূল নেতা। একসময় তৃণমূলের কুলটি ব্লক সভাপতিও ছিলেন।
ছোট থেকেই দুই বোন পরিবারের এই ভিন্ন রাজনৈতিক মতাদর্শ দেখে আসছেন। তাঁদের দাবি, রাজনীতির পথ আলাদা হলেও তা পারিবারিক সম্পর্কে প্রভাব ফেলবে না। প্রচারে যদিও কেউ কাউকে ছেড়ে কথা বলবেন না বলে দাবি দু’জনেরই ।
ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথায়, আমরা গ্রামে থাকি। গ্রামের মানুষ কেউ দিদি, কেউ দাদা, কেউ বোন, কেউ কাকি কাকিমা। এটাই আমাদের সংস্কৃতি। সম্পর্ক সম্পর্কের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। আমি আমার দলের প্রচার করব, ও ওর প্রচার করবে। সম্পর্ক প্রচারের ক্ষেত্রে বাধা হবে না।
আসানসোল পুরসভার ১৭ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মুনমুন মুখোপাধ্যায়ের কথায়, রাজনৈতিক মতভেদ পরিবারে ছোট থেকেই দেখিছি। কিন্তু তার প্রভাব পারিবারিক সম্পর্কে পড়েনি।
একই পরিবারের দুই বোনের দুই মেরুতে অবস্থান নিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।
কুলটি ৩ নং মণ্ডলের বিজেপি সভাপতি অমিত গড়াই-এর কথায়,যে কেউ যে কোনও দল করতে পারে। তবে আমরা প্রথম থেকেই বলছিলাম, তৃণমূল বিজেপিকে ঠেকাতে সিপিএমেকে প্রজেক্ট করছে। সিপিএম তৃণমূলের বি টিম। প্রচারে কে কার দোষ ত্রুটি তুলে ধরে সেদিকে আমাদের নজর থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারি আসানসোল পুরসভার ভোট। ১৪ ফেব্রুয়ারি ভোটগণনা।