DA Hike : রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর অসমে ! বাড়ল ৪ শতাংশ DA
ডিএ-র দাবিতে ৬৫ দিন ধরে বাংলায় আন্দোলন, এরই মধ্যে রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর অসমে ! বাড়ল ৪ শতাংশ DA ।
নয়াদিল্লি : একদিকে বকেয়া ডিএ-র দাবিতে ৬৫ দিন ধরে বাংলায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। অন্যদিকে আনন্দে ভাসছেন অসমের ( Assam Government ) সরকারি কর্মীরা।
রঙ্গোলি বিহু উপলক্ষ্য়ে অসমের সরকারি কর্মীদের উপহার দিল সে-রাজ্যের সরকার । ৪ শতাংশ ডিএ বাড়াল (hike in DA )অসম সরকার। এবার থেকে ৪২ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা ( DA )পাবেন অসমের সরকারি কর্মীরা। এতদিন ৩৮ শতাংশ হারে ডিএ পেতেন তাঁরা। এই সিদ্ধান্ত কার্যকর হবে গত ১ জানুয়ারি থেকেই। ট্যুইট করে জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি লেখেন, "আমাদের সরকার কর্মচারীদের কথা ভাবে। ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখ থেকে রাজ্য সরকারী কর্মচারী/পেনশনভোগী এবং সর্বভারতীয় পরিষেবাপ্রদানকারী অফিসারদের অতিরিক্ত ৪% মহার্ঘ ভাতা ঘোষণা করতে পেরে আনন্দিত। নতুন ডিএ হার এখন ৪২% হল"
Ours is a government that cares for its employees
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 1, 2023
I am happy to announce
an Additional 4% Dearness Allowance for State Govt employees/ pensioners and All India Service officers wef 1st January, 23. New DA rate stands at 42% now. @JPNadda @blsanthosh
শুক্রবার সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিসভার বৈঠকের পরে, স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত সাংবাদিকদের বলেন, রাজ্যের অল ইন্ডিয়া সার্ভিস (AIS) অফিসার, পেনশনভোগী, রাজ্য সরকারী কর্মচারী, পরিবার পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হবে। ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
অন্যদিকে বাংলায় DA-আন্দোলন ঘিরে হুঁশিয়ারি, রাজনৈতিক বাগযুদ্ধে জোরাল হচ্ছে সংঘাত। এরই মধ্যে ৬৫ দিনে পড়েছে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান। শুক্রবার জেলায় জেলায় ধিক্কার মিছিলের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ।
DA-আন্দোলনকারীদের মুখ্যমন্ত্রী চোর-ডাকাত বলে আক্রমণ করায়, বৃহস্পতিবার মহা সমাবেশের মিছিল থেকে পাল্টা চোর চোর বলে কটাক্ষ করেন সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ৬ এপ্রিল ফের কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ১০ ও ১১ এপ্রিল দিল্লির যন্তর-মন্তরে ধর্নায় বসবেন DA-আন্দোলনকারীরা।