Howrah: হাওড়া স্টেশন থেকে ২ কোটির সোনার গয়না উদ্ধার, ছত্তিশগড়ে পাচারের চেষ্টার অভিযোগ
Howrah News: বুধবার রাতে এক যাত্রীকে দেখে আরপিএফের সন্দেহ হয়। সন্দেহ হওয়ায় তার ব্যাগ সার্চ করেন ওই অফিসার। এরপর ব্যাগ পরীক্ষা করে আরপিএফ জওয়ানরা ২ কেজি ২০০ গ্রাম সোনার গয়না উদ্ধার করে।
সুনীত হালদার, হাওড়া: ফের একবার হাওড়া স্টেশন (Howrah Station) থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ সোনার গয়না (Gold Jewellery)। এবার প্রায় দু'কোটি টাকার সোনার গয়না মিলল স্টেশন চত্বর থেকে।
হাওড়া স্টেশন থেকে উদ্ধার সোনার গয়না
গতকাল অর্থাৎ বুধবার রাতে এক যাত্রীকে দেখে আরপিএফের সন্দেহ হয়। সন্দেহ হওয়ায় তার ব্যাগ সার্চ করেন ওই অফিসার। এরপর ব্যাগ পরীক্ষা করে আরপিএফ জওয়ানরা ২ কেজি ২০০ গ্রাম সোনার গয়না উদ্ধার করে। যার বাজার মূল্য এক কোটি ৯০ লক্ষ টাকা।
ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এরপর ওই যাত্রী জানান কলকাতার বড়বাজার থেকে সোনার গয়না কিনে নিয়ে ছত্তিশগড়ের সারগুজা জেলায় নিজের দোকানের জন্য নিয়ে যাচ্ছিলেন। কিন্তু কথা মতো তার কাছে কোনও বৈধ কাগজপত্র বা বিল ছিল না।
এরপর আরপিএফের পক্ষ থেকে কাস্টমসকে এই কথা জানানো হয়। তারা সোনার গয়না বাজেয়াপ্ত করেছে। ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
আরও পড়ুন: Bogtui Case: বগটুইকাণ্ডে রাজ্য সরকারের ক্ষতিপূরণের চেক হাতেই পাননি নিহতের পরিবার, বাড়ছে তরজা
ভিনরাজ্যে গয়না পাচারের চেষ্টায় ধৃত
এর আগেও ভিনরাজ্যে পাচারের আগে হাওড়া ব্রিজের কাছ থেকে প্রায় ৮২ লক্ষ টাকার সোনা উদ্ধার করে শুল্ক দফতর। আটক করা হয় ২ পাচারকারীকে। সূত্রের খবর, বড়বাজার থেকে বারাণসীতে নিয়ে যাওয়া হচ্ছিল ৩টি সোনার বার। যার ওজন ১ হাজার ৪৯৮ গ্রাম।
তবে কেবল হাওড়া স্টেশন থেকেই নয়। এর আগেও রাজ্যের একাধিক এলাকা থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না উদ্ধার করেছে শুল্ক দফতর। এদিনের সোনা উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্যও ছড়িয়েছিল হাওড়ার ওই এলাকায়। কীভাবে এত টাকার গয়না এল? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কী উদ্দেশ্য এই সকল প্রশ্ন উঠতে শুরু করে।
এমনিতেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর বেড়েছে সোনার দাম। এর মধ্যে রাজ্যে থেকে সোনা পাচারের চেষ্টার খবর মিলছে বারবারই।