Purulia News: নেশার ঘোর? ঘুমন্ত স্ত্রী ও দুই ছেলেমেয়েকে কুপিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি আজ ভোরে ঘুমন্ত স্ত্রী ও দুই ছেলেমেয়েকে কুপিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা করেন। অভিযুক্ত কাশীপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সাধীন।
হংসরাজ সিংহ, পুরুলিয়া: ঘুমন্ত স্ত্রী ও দুই সন্তানকে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা। পুরুলিয়ার (Purulia) কাশীপুরের (Kashipur) রাঙ্গাডি গ্রামে চাঞ্চল্যকর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি আজ ভোরে ঘুমন্ত স্ত্রী ও দুই ছেলেমেয়েকে কুপিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা করেন। অভিযুক্ত কাশীপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সাধীন। মৃত গৃহবধূর পরিবারের দাবি, নেশাসক্ত ওই ব্যক্তি নিয়মিত স্ত্রীর ওপর অত্যাচার করতেন। নেশার ঘোরেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি। কী কারণে এই ঘটনা খতিয়ে দেখছে কাশীপুর থানার পুলিশ।
সম্প্রতি এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। গত ২৪ মার্চ বড় ছেলের হাতেই খুন হলেন মা। কেবল খুন নয়, রীতিমতো কুপিয়ে খুন হলেন মা। তাও আবার ছেলের হাতেই। টাকা পয়সা নিয়ে বিবাদের জেরেই এই মৃত্যু এমনটাই খবর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণ পুর গ্রাম পঞ্চায়েতের পাপদারা ঘোষপাড়া এলাকায়। মৃত মহিলার নাম কল্পনা ঘোষ। তাঁর পরিবারে রয়েছে দুই ছেলে এবং স্বামী। কল্পনা ঘোষের ছোট ছেলে সম্রাট ঘোষ এর দাবি তাঁর মাকে কুপিয়ে খুন করেছে তারই নিজের দাদা সৌমেন ঘোষ। ছোট ছেলে সম্রাট ঘোষের আরও দাবি দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে টাকা-পয়সা নিয়ে বিবাদ চলছিল তাঁর দাদার ঘটনায় ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে (Daspur) চাঞ্চল্যকর ঘটনা ঘটে। শোওয়ার ঘরের বিছানায় উদ্ধার হয় স্বামী ও স্ত্রীর জোড়া মৃতদেহ। আত্মহত্যা (Suicide) না কি খুন (Murder)? তদন্ত (Investigation) শুরু করে দাসপুর থানার পুলিশ।
এদিন সাত সকালে বাড়ির মধ্যে একসঙ্গে বাবা মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে ছেলে। তাঁর দাবি, বাবা ও মা একসঙ্গে আত্মহত্যা করেছেন। অস্বাভাবিক এই মর্মান্তিক মৃত্যুকে ঘিরে নিমেষে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনা দাসপুর থানার নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের মণ্ডল পরিবারের।
এদিন বেশ সকালের দিকেই ৫২ বছরের মোহন মণ্ডল ও তাঁর স্ত্রী ৪২ বছরের রীতা মণ্ডলকে মৃত অবস্থায় পাওয়া যায় নিজেদের বাড়ির শোওয়ার ঘরেই। বাবা মায়ের একসঙ্গে এই অস্বাভাবিক মৃত্যুকে মেনে নিতে পারছেন না ছেলে অরূপ মণ্ডল। একমাত্র ছেলে অরূপ জানান, সোমবার রাতে বাবা মায়ের সঙ্গে একসঙ্গেই খাওয়া দাওয়া করেছিলেন তিনি। নতুন বাড়ি হচ্ছে, সেই বাড়ির ছাদ ঢালাই নিয়ে বাবা মায়ের সঙ্গে মাঝে মধ্যেই ঝামেলা হত। কালও সেই নিয়ে কথা কাটাকাটি হয় বলে স্বীকার করেন ছেলে।