TMC: ‘তৃণমূলকে চোর বললে বিজেপিকে ঝাঁটাপেটা করুন’, হুঁশিয়ারি বাগদার বিধায়কের
Bagda TMC MLA: তিনি বলেন, ‘তৃণমূলকে চোর বললে বিজেপিকে ঝাঁটাপেটা করুন। রাজ্যে বিজেপিকে ঝাঁটাপেটা করা শুরু হবে বাগদা থেকেই।
কলকাতা: ফের 'কুকথায়' সরগরম রাজ্য-রাজনীতি। পঞ্চায়েত ভোট (Panchayat Election) যত এগিয়ে আসছে ততই বাড়ছে হুমকি-হুঁশিয়ারি। এদিন প্রকাশ্য সভায় বিজেপিকে (BJP) হুঁশিয়ারি দিলেন বাগদার (Bagda) বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das)।
তিনি বলেন, ‘তৃণমূলকে চোর বললে বিজেপিকে ঝাঁটাপেটা করুন। রাজ্যে বিজেপিকে ঝাঁটাপেটা করা শুরু হবে বাগদা থেকেই। হিংসা ছড়ানোর চেষ্টা করলে ঠ্যাং খুলে হাতে ধরিয়ে দেবেন’।
অন্যদিকে, বিজেপিকে সামাজিকভাবে বয়কটের ডাক তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের। ‘বিজেপি কাদার দল, অসামাজিক দল, দুষ্কৃতীদের আশ্রয় দেয়। সমাজকে বাঁচাতে হলে বিজেপিকেই বয়কট করতে হবে’, হুঙ্কার তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের।
আরও পড়ুন, অবশেষে প্রকাশ্যে এল 'অযোগ্য' শিক্ষকদের তালিকা, ১৮৩ জনের নাম প্রকাশ
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে হুমকি-হুঁশিয়ারি। বিরোধীরা কু-মন্তব্য করলে জিভ ছিঁড়ে, স্ট্রেচারে করে বাড়ি পাঠানোর হুমকি দিলেন নিউ ব্যারাকপুরের বিলকান্দার তৃণমূল অঞ্চল সভাপতি। ভোটের মুখে দলীয় নেতার মন্তব্য নিয়ে অস্বস্তিতে তৃণমূল। নিউ ব্যারাকপুরের বিলকান্দার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সজল দাস বলেন, "আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কেউ যদি অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, তার জিভ কেটে ফেলে দেব। স্ট্রেচারে করে তার বাড়িতে যেতে হবে, সে হেঁটে যেতে পারবে না।"
তিনি এও বলেছিলেন, "এটা একদম পরিষ্কার কড়া ভাষায় বলে গেলাম। যে সমস্ত বিজেপির আখড়া হয়েছে, যে মদত দিচ্ছে, সেই সমস্ত নেতাকেও বলে যাচ্ছি এখানে দাঁড়িয়ে, রাজনীতি তুমি করো, আমরা করতে তোমায় কোনও বাধা দিচ্ছি না, কিন্তু আমাদের নেত্রীর সম্পর্কে, আমাদের কোনও নেতা সম্পর্কে যদি তুমি কু-মন্তব্য করো, কেউ যদি বা তুমি করো...তোমারও এই পরিণতি হবে।"
এইসব হুমকি-হুঁশিয়ারির প্রভাব পঞ্চায়েত ভোটে পড়বে না তো? আবার ফিরবে না তো অশান্তির ছবি? ভোটারদের মনে উঁকি দিচ্ছে এই সব আশঙ্কা।