Baguiati Hotel Blast : ' বহুদিন ধরে বেআইনিভাবে চলছিল হোটেল, মাঝে মাঝেই ছোড়া হত মদের বোতল' অভিযোগ পড়শিদের
Baguiati Hotel Blast : বিয়েবাড়ির কারও ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় বিয়েবাড়ি।
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : ঠিক যেন ধ্বংস চিত্র। সোমবার সন্ধেবেলা এক বিয়ে বাড়ির আবহ মুহূর্তে বদলে গিয়েছিল। ছড়িয়ে পড়েছিল আতঙ্ক। বিস্ফোরণের বিকট সব্দে কেঁপে উঠেছিলেন প্রত্যেকে। ভয়াবহ ঘটনায় প্রাণ চলে গিয়েছিল এক ব্যক্তিরও । বাগুইআটির সেই হোটেলের পিছনে এখনও ছড়িয়ে ছিটিয়ে সিলিন্ডার, যা বিস্ফোরণে উড়ে এসে পড়েছে।
সোমবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠান মঞ্চের কাছে নিরাপত্তারক্ষীদের ঘরে বিকট শব্দে আতঙ্ক তৈরি হয়। সম্ভবত, রক্ষীদের ঘরে ফায়ার প্যানেল ভেঙে চাপা পড়েন কয়েকজন। মৃত্যু হয় একজনের। গুরুতর আহত হন দু’জন। তবে বিয়েবাড়ির কারও ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় বিয়েবাড়ি। সেই ঘটনার পর আতঙ্কের রেশ কাটেনি।
সেই ঘটনায় মঙ্গলবার সকালে তদন্তে ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম। কীভাবে ওই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখবে তারা। তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের কারণেই ভেঙে পড়ে ফায়ার প্যানেল। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পাশের বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে। ঘটনায় একজনের মৃত্যু হয়, আহত হয়েছেন ৩ জন।
আরও পড়ুন :
ভোট ঘোষণার আগেই বামেদের প্রার্থী ঘোষণা পশ্চিম মেদিনীপুরে
প্রত্যক্ষদর্শীদের দাবি,সন্ধে সাড়ে সাতটা নাগাদ একটি হোটেলের ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠান মঞ্চের কাছে নিরাপত্তারক্ষীদের ঘরে বিকট শব্দ হয়। রক্ষীদের ঘরে ফায়ার প্যানেল ভেঙে পড়ে। দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় বিয়েবাড়ি। ওই হোটেলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। দেখা যাচ্ছে হোটেলের পিছনে গ্যাস সিলিন্ডার ছিটকে এসেছে অন্য বাড়ির চত্বরে।
স্থানীয় এক বাসিন্দার দাবি, কাল যেন ভূমিকম্পের মতো বাড়ি কেণপে ওঠে। ওই হোটেল বহুদিনই বেআইনি ভাবে চলছিল। বারবার তঁকে বাড়ির জমি বিক্রি করে দেওয়ার জন্য চাপ আসছিল। ছোড়া হত মদের বোতল। নোংরা জল পাঁচিল চুইয়ে আসত। কিন্তু আদৌ কি সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনা ? খতিয়ে দেখবে ফরেন্সিক দল।