Baidyanath Chakraborty Death : প্রয়াত ভারতে টেস্ট টিউব বেবি গবেষণার পথিকৃৎ চিকিত্সক বৈদ্যনাথ চক্রবর্তী
এই বর্ষীয়ান চিকিৎসকের প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন অগণিত নিঃসন্তান দম্পতিকে সন্তানলাভে সাহায্য করেছে, শোকবার্তায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা : প্রয়াত ভারতে টেস্ট টিউব বেবি গবেষণার (Test Tube Baby Research) পথিকৃৎ চিকিত্সক বৈদ্যনাথ চক্রবর্তী (Doctor Baidyanath Chakraborty)। মৃত্যুকালে ৯৪ বছর বয়স হয়েছিল। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সেরিব্রাল স্ট্রোক (Cerebral Stroke) ও নিউমোনিয়ায় (pneumonia) আক্রান্ত হয়ে গত ১৭ মার্চ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে (Private Hospital) ভর্তি হন বৈদ্যনাথ চক্রবর্তী। আজ সকাল ৯টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া চিকিৎসক মহলে। ভারতে টেস্ট টিউব বেবি গবেষণার পথিকৃৎ বৈদ্যনাথ চক্রবর্তীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ২০১৯ সালে বৈদ্যনাথ চক্রবর্তীকে বিশিষ্ট চিকিত্সা সম্মানে ভূষিত করে রাজ্য সরকার (West Bengal Government)। তাঁর মৃত্যুতে চিকিত্সা ও গবেষণা জগতে অপূরণীয় ক্ষতি হল, শোকবার্তা মুখ্যমন্ত্রীর।
ভারতে টেস্ট টিউব বেবি গবেষণার পথিকৃৎ
টেস্ট টিউব বেবি গবেষণা ভারতে যে চড়াই-উতরাই ধরে এগিয়েছে, তাঁর অন্যতম পুরোধা ছিলেন চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী। কৃত্রিম উপায়ে প্রজনন তথা টেস্ট টিউব বেবি নিয়ে গবেষণা প্রসঙ্গে চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তীর পরিচিতি ছিল দেশ জুড়ে। কৃত্রিম প্রজনন নিয়ে গবেষণা এবং চিকিৎসার জন্য ১৯৮৬ সালে চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী আইআরএম তথা ইনস্টিউট অব রিপ্রোডাকটিভ মেডিসিন প্রতিষ্ঠা করেছিলেন। বয়সের ভারে ক্রমশ অশক্ত হয়ে পড়ে ও দেশজুড়ে ব্যপ্তির লক্ষ্যে বছর তিনেক আগে আইসিএমআর-এর হাতে ওই প্রতিষ্ঠানটি তুলে দেন ২০১৯ সালে রাজ্য সরকারের বিশিষ্ট চিকিত্সা সম্মানে ভূষিত চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোকবার্তায় লিখেছেন, 'ভারতে আইভিএফ বা কৃত্রিম উপায়ে প্রজনন অর্থাৎ নলজাতক গবেষণা ও চিকিৎসার ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রগণ্য। এই বর্ষীয়ান চিকিৎসকের প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন অগণিত নিঃসন্তান দম্পতিকে সন্তানলাভে সাহায্য করেছে। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৯ সালে 'বিশিষ্ট চিকিৎসা সম্মান' (লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড)-এ ভূষিত করে। তাঁর মৃত্যুতে চিকিৎসা ও গবেষণা জগতের অপূরণীয় ক্ষতি হল।'
আরও পড়ুন- জঙ্গলমহলে বড়সড় মাওবাদী হামলার আশঙ্কা! ১৫ দিন হাই অ্যালার্ট জারি
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )