Naushad Siddiqui: ফের খারিজ জামিনের আবেদন, জেল হেফাজতে নৌশাদ সিদ্দিকি
ফের খারিজ হয়ে গেল জামিনের আবেদন। আপাতত জেলেই থাকতে হচ্ছে নৌশাদ সিদ্দিকিকে। নিজেদের হেফাজতে নেওয়ার পুলিশের আর্জিও খারিজ করে দিল আদালত।
পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: আপাতত জেল হেফাজতে থাকতে হবে নৌশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক সহ ধৃত ২১ জন ISF কর্মীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল আদালত। নৌশাদদের জামিনের আবেদন খারিজের পাশাপাশি, হেফাজতে নেওয়ার পুলিশের আর্জিও খারিজ করে দিল আদালত।
জেল হেফাজতে নৌশাদ সিদ্দিকি: ফের খারিজ হয়ে গেল জামিনের আবেদন। আপাতত জেলেই থাকতে হচ্ছে নৌশাদ সিদ্দিকিকে। নিজেদের হেফাজতে নেওয়ার পুলিশের আর্জিও খারিজ করে দিল আদালত। ভাঙড়ের আইএসএফ বিধায়ক সহ ধৃত ২১ জন ISF কর্মীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল আদালত। ২১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়ায় আইএসএফ।তারই আঁচ এসে পড়ে ধর্মতলায়। তৃণমূল নেতা আরাবুল ইসলামের গ্রেফতারির দাবিতে ধর্মতলায় ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকির নেতৃত্বে শুরু হয় অবরোধ। পুলিশ অবরোধ তুলতে গেলে শুরু হয়ে যায় খণ্ডযুদ্ধ। আহত হন একাধিক পুলিশ কর্তা ও পুলিশ কর্মী।সেই ঘটনায়, ১০ দিনের পুলিশ হেফজতের পর ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ ধৃত ২১ জন ISF কর্মীকে বুধবার ফের আদালতে পেশ করে পুলিশ।
জামিনের আবেদন করে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ ধৃতদের আইনজীবী সওয়াল করেন,২২ জানুয়রি গ্রেফতার করা হয়েছে নৌশাদদের। এরপরও তদন্তে কোনও অগ্রগতি নেই। নৌশাদ নির্বাচিত জনপ্রতিনিধি, তাঁকে আটকে রাখাই মূল উদ্দেশ্য। নৌশাদ পালিয়ে যাবেন না, তাঁর কোনও ক্রিমিনাল রেকর্ডও নেই। বেআইনি জমায়েতের কথা বলা হচ্ছে। এটা কি গণতান্ত্রিক সমাজে নতুন? ধর্মতলায় খণ্ডযুদ্ধের পর মুর্শিদাবাদ থেকে সৈয়দ আলমগির হোসেন নামে একজন সেনা জওয়ানকেও গ্রেফতার করে পুলিশ।
আদালতে ওই জওয়ানের আইনজীবী দাবি করেন, ধর্মতলায় অশান্তির সঙ্গে ওই সেনা জওয়ানের কোনও সম্পর্ক নেই। ছুটি নিয়ে মুর্শিদাবাদ যাওয়ার জন্য বেরিয়ে ভিড়ের মধ্যে আটকে যান তিনি। পরে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। যাকে তাকে ধরে গ্রেফতার করা হচ্ছে। ধৃত ২১জনের জামিনের বিরোধিতা করে নিজেদের হেফাজতে চায় পুলিশ।
আদালতে সরকারি আইনজীবী সওয়াল করেন, হেয়ার স্ট্রিট থানার মামালতেই ১৪ জন পুলিশ কর্মী আহত হন। এদের মাথা লক্ষ্য করে মারা হয়েছে। তদন্তে অনেক অগ্রগতি হয়েছে। নৌশাদ সিদ্দিকিকে জেরা করে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রেহ করা হয়েছে। নৌশাদের বাজেয়াপ্ত ২টি মোবাইল ফোন থেকে অনেক তথ্য মিলেছে। ধৃত আইএসএফ বিধায়কের মোবাইল ফোন ফরেন্সিকে পাঠানোর আবেদনও জানায় পুলিশ।দু'পক্ষের সওয়াল-জবাব শুনে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক।
আরও পড়ুন: North Dinajpur: বোমা ফেটে ফের রক্তাক্ত শৈশব, এবার রায়গঞ্জে ৩ শিশু আহত