West Bengal News Live : মমতা সব কিছু করার ক্ষমতা রাখে, হুঙ্কার ফিরহাদের
West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
LIVE
Background
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং দিচ্ছেন। অভিষেক সন্তানসম, ঠিক সময়ে আসবে, নেতৃত্ব বিতর্কে মন্তব্য ফিরহাদের। বাসে ২ যাত্রীর গন্ডগোলের জেরে শিয়ালদা ট্রাফিক গার্ডের পুলিশ কিয়স্কে ভাঙচুর।সুশান্ত ঘোষের ওপর হামলার নেপথ্যে বিহারের কুখ্যাত পাপ্পু গ্যাং। ৫ রাজ্যে নেটওয়ার্ক। রাজ্য সরকারের দুই পোর্টালে মৃত্যু সংক্রান্ত তথ্যে আকাশ-পাতাল ফারাক! নজরে আসতেই একটি পোর্টাল বন্ধ। কড়া সমালোচনায় চিকিৎসক মহলের একাংশ।শীত পড়তেই দূষণ দৌড়। দিল্লিকে পাল্লা দিচ্ছে কলকাতা।
আরও পড়ুন, সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে
West Bengal News Live : গুলশন কলোনিতে জমির বেআইনি কারবারের অভিযোগ
গুলশন কলোনিতে জমির বেআইনি কারবারের অভিযোগ। মহম্মদ জুলকার নাইন আলির বিরুদ্ধে ১০ লক্ষ টাকা নিয়েও জমি না দেওয়ার অভিযোগ। জুলকারের বিরুদ্ধে অভিযোগ ১০৮নং ওয়ার্ডের বাসিন্দা আমজাদের। অভিযোগ অস্বীকার তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক জুলকারের।
Sougata On Madan: মদন মিত্রকে পাল্টা জবাব সৌগত রায়ের
কসবা-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই 'পুলিশ' মন্তব্য নিয়ে বাগযুদ্ধে মদন-সৌগত। মদন মিত্রকে পাল্টা জবাব সৌগত রায়ের
Kasba Incident: কসবাকাণ্ডে ঘনীভূত 'ইকবাল'-রহস্য
কসবাকাণ্ডে ঘনীভূত 'ইকবাল'-রহস্য। ইকবাল নামে এখনও কারও হদিশ মেলেনি, পুলিশ সূত্রে খবর। পুলিশকে বিভ্রান্ত করতে ইকবালের নাম, অনুমান তদন্তকারীদের। 'বিহারের পাপ্পু গ্যাংয়ের সঙ্গে গুলজারের পরিচয় করিয়ে দেন বেউর জেলের এক আসামি'। প্রায় ৩ মাস ধরে তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার ছক, পুলিশ সূত্রে খবর ।
Madan Mitra: হুমায়ুন কবীরের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া মদন মিত্রের
কে মুখ্যমন্ত্রী হবেন, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, এটা ঠিক করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। যা বলার দলের ভিতরে বলুন, দলের বাইরে এসব বললে, বিরোধীরা উৎসাহিত হয়। হুমায়ুন কবীরের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া মদন মিত্রের।
West Bengal News Live Updates :কসবা-কাণ্ডের পর গুলশন কলোনির বিতর্কিত জমি পরিদর্শন
কসবা-কাণ্ডের পর গুলশন কলোনির বিতর্কিত জমি পরিদর্শন। বিতর্কিত জমি পরিদর্শনে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা। গুলশন কলোনিতে চিহ্নিত একাধিক বিতর্কিত জমি