Sheikh Hasina : চালের পর চাল মহম্মদ ইউনূসের, হাসিনার সাজাঘোষণার পরই দিলেন এই বিবৃতি
Bangladesh News : 'এই রায় পরিষ্কার করে দিয়েছে, আইন কোনও শক্তির পরোয়া করে না। আইনের ঊর্ধ্বে কেউ নয়।'

মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণা হতেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন মুজিব-কন্যা শেখ হাসিনা। বিবৃতিতে তিনি লিখেছেন, নির্বাচনহীন সরকারের নিয়োজিত পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ট্রাইব্যুনাল আমার বিরুদ্ধে এই রায় দিয়েছে। মৃত্য়ুদণ্ডের সাজা শোনানোর সঙ্গে সঙ্গে তাঁকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। হাসিনা প্রতিক্রিয়া দেওয়ার পরপরই মুখ খুলেছেন সে-দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।
বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সহযোগীর বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, এই রায় একটি মৌলিক নীতির সত্যতা প্রমাণ করে। এই রায় পরিষ্কার করে দিয়েছে, আইন কোনও শক্তির পরোয়া করে না। আইনের ঊর্ধ্বে কেউ নয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-বাংলাদেশ (আইসিটি-বিডি) সোমবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ৭৮ বছর বয়সী শেখ হাসিনা এবং তাঁর আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জুলাই-আন্দোলনের সময় মানবতাবিরোধী পদক্ষেপের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে ঢাকার আদালত। বাংলাদেশের আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানোর সঙ্গে সঙ্গে তাঁকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিল বাংলাদেশ।
ইউনুসের প্রতিক্রিয়া
মহম্মদ ইউনূস গতবছর জুলাই মাসে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্য়ুত হওয়ার পর ক্ষমতায় বসেছিলেন। এখনও বাংলাদেশে নির্বাচন হয়নি। অনির্বাচিত সরকারের প্রধান হিসাবেই যাবতীয় চাল চালছেন ইউনূস। এই প্রেক্ষাপটেই এবার, মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর ইউনুস এক বিবৃতিতে বলেছেন, ‘‘আজ বাংলাদেশের আদালত এমন এক স্পষ্টতার সঙ্গে রায় দিয়েছে, যা দেশ জুড়ে এবং দেশের সীমানা পেরিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। এই রায়দান ও সাজা একটি মৌলিক নীতি আবার স্পষ্ট করে দিয়েছে— ক্ষমতা যা-ই হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।’’
কী কী অপরাধে শাস্তি ?
উস্কানিমূলক বক্তব্য , হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ , রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে হত্যার আদেশ, রাজধানী চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ৬ জনকে গুলি হত্যার নির্দেশ ও আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে খুন। এই ৫ অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বেঞ্চ। এই বেঞ্চে ছিলেন, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার , বিচারপতি মহম্মদ শফিউল আলম মামুদ ও বিচারক মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরী।






















