Murshidabad News: অসম ও বাংলায় স্লিপার সেল তৈরির ছক ? মুর্শিদাবাদে গ্রেফতার ২ জঙ্গি মণিরুল শেখ ও মহম্মদ আব্বাস আলি !
Terrorist Arrested Murshidabad: বাংলাদেশে অস্থিরতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ২ জঙ্গি মণিরুল শেখ ও মহম্মদ আব্বাস আলি !
আবীর দত্ত, রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক, মুর্শিদাবাদ: অসম পুলিশের 'অপারেশন প্রঘাত', গ্রেফতার ৮ জঙ্গি। বাংলাদেশে অস্থিরতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে ২ জঙ্গি গ্রেফতার । ধৃত মণিরুল শেখ ও মহম্মদ আব্বাস আলি, জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার সদস্য, অনুমান পুলিশের।
জঙ্গি সংগঠন আলকায়দার শাখা সংগঠন বাংলাদেশের 'আনসারুল্লা বাংলা'। কেরল থেকে গ্রেফতার মহম্মদ শাদ রাদি নামে আরও এক জঙ্গি। ধৃত শাদ রাদি বাংলাদেশের রাজশাহির বাসিন্দা। অগাস্টে বাংলাদেশে অস্থিরতার শুরু, নভেম্বরে ভারতে পাঠানো হয় মহম্মদ শাদ রাদিকে। জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার প্রধান, জসিমউদ্দিন রহমানির ঘনিষ্ঠ মহম্মদ ইসরাতের নির্দেশেই ভারতে অনুপ্রবেশ।
অসম ও বাংলায় স্লিপার সেল তৈরির ছক কষছিল ধৃত জঙ্গি। বাংলাদেশ ও পাকিস্তানের একাধিক জঙ্গির সঙ্গে যোগাযোগ ছিল মহম্মদ শাদ রাদির। ধৃতদের থেকে উদ্ধার ৪টি পেনড্রাইভ, বাংলাদেশি সার্টিফিকেট সহ একাধিক ভারত বিরোধী নথি। RSS-এর কয়েকজনকে খুন করার পরিকল্পনা ছিল, দাবি অসম পুলিশ সূত্রের। ধৃতদের বিরুদ্ধে UAPA ধারায় মামলা রুজু করা হয়েছে।
এদিকে বাংলাদেশের পরিস্থিতি যতই অশান্ত হচ্ছে, মৌলবাদী-কট্টরপন্থীদের দাপট যত বাড়ছে, ততই পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে! বাংলাদেশের জেল থেকে জঙ্গি পালানো, একাধিক সন্দেহভাজন জঙ্গিকে বাংলাদেশ প্রশাসনের মুক্তি দেওয়া,পশ্চিমবঙ্গে ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্ট বাংলাদেশিদের হাতে যাওয়া,বাংলাদেশি জঙ্গির ধরা পড়া,পরপর এই ধরনের ঘটনায় উদ্বেগ-আতঙ্ক চরমে উঠছে।
গত দুদিনে ৮ জন জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত ৮ জনের মধ্য়ে ২ জন মুর্শিদাবাদের বাসিন্দা। মহম্মদ আব্বাস আলি হরিহরপাড়ার বাসিন্দা। মগুরার বাসিন্দা মিনারুল শেখ। মুর্শিদাবাদে ধৃত জঙ্গির প্রতিবেশী বলেছেন, ও তো বলল আমি বাচ্চা ছেলে পড়াব। তাই বলে নিয়েছে। দিনে পড়ত। রাতে চলে যেত। ১০ ডিসেম্বর আসাম পুলিশের এসটিএফের কাছে গোপন সূত্র মারফত খবর আসে। STF আধিকারিকরা জানতে পারেন, বাংলাদেশ থেকে নাশকতা চালানোর জন্য ভারতে ঢুকেছে বেশ কিছু জঙ্গি।
এরপরই শুরু হয় 'অপারেশন প্রঘাত', ১৬ ও ১৭ ই নভেম্বর বাংলা, কেরল ও আসামে অভিযান চালায় আসাম পুলিশের STF। এরপরই জালে ধরা পড়ে ৮ জঙ্গি। আসাম পুলিশের এসটিএফ সূত্রে খবর, কুখ্য়াত জঙ্গি সংগঠন আল কায়েদার শাখা সংগঠন 'আনসারউল্লা বাংলা'র প্রধান জসিমউদ্দিন রহমানির সহযোগী মহম্মদ ফারহান ইশরাকের নির্দেশেই বাংলাদেশ থেকে ভারতে ঢোকে একটি টিম।যার মধ্যে অন্যতম আসাম পুলিশের জালে ধরা পড়া মহম্মদ শাদ রদি ওরফে শব শেখ। এই মহম্মদ শাদ বাংলাদেশের রাজশাহির বাসিন্দা। তার কাছ থেকে পাওয়া গেছে বাংলাদেশের পরিচয়পত্র ও সার্টিফিকেট।
সূত্রের খবর, তদন্তে আরও জানা গেছে, ভারতে এসে 'স্লিপার সেলে'র জন্য লোক রিক্রুটের চেষ্টা করছিল ধৃতরা। এতে বড় ভূমিকা ছিল ধৃত জঙ্গি শাদ রদির। ধৃতদের 'রিপোর্টিং ম্যানেজার' ছিল বাংলাদেশে বসে থাকা ফারহান ইশরাক। বাংলাদেশের জেল থেকে ছাড়া পাওয়া জঙ্গিরাই এবার ক্রমশ সক্রিয় হচ্ছে? ইউনূসের এই উদারতার মাশুল কি শেষে দিতে হবে বাংলাদেশকেই? উঠছে প্রশ্ন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।