Bangladesh Unrest : 'বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক...', তাহেরপুরের সভা থেকে কী পরামর্শ শুভেন্দুর ?
Suvendu On Bangladesh Unrest: বাংলাদেশ ইস্যুতে এবার সরব রাজ্যের বিরোধী দলনেতাও, কী বললেন তাহেরপুরের সভা থেকে শুভেন্দু ?

কলকাতা: কোটা আন্দোলনের অন্যতম মুখ, শেখ হাসিনা বিরোধী ছাত্রনেতা শরিফ ওসমান বিন হাদির খুনের পর প্রতিবাদের নামে চরম নৈরাজ্য় শুরু হয়েছে বাংলাদেশে। আবার মাথাচাড়া দিয়েছে মৌলবাদীদের তাণ্ডব। খুন,তাণ্ডব, ভাঙচুর,লুঠপাট! কিছুই বাদ যায়নি। উঠেছে ভারত-বিদ্বেষী স্লোগানও! তাহেরপুরের সভা থেকে এই ইস্যুতে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, 'বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক, জামাতিদের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে।'
আরও পড়ুন, বাংলাদেশে বিদ্বেষের বিষ, নৈরাজ্যের প্রতিবাদ এপারেও, বিক্ষোভের মাঝে আটকে TMC সাংসদ সৌগত রায়
মূলত, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া তাণ্ডব পুরোপুরি থামেনি শনিবারও। ময়মনসিংহের ভালুকায় দীপুচাঁদ দাস নামে এক যুবককে পিটিয়ে খুন করে প্রকাশ্য়ে তাঁর মৃতদেহ জ্বালিয়ে দিয়েছিল উন্মত্ত দুষকৃতীরা। এবার সামনে এল দুষকৃতীদের নৃশংসতার আরও এক হাড় হিম করা নজির! শুভেন্দুর কথায়, 'যেভাবে আমাদের হিন্দুদের উপরে, অত্যাচার হচ্ছে,...আপনারা এর বিরুদ্ধে প্রত্যেকে, যারা সনাতনি, তাঁরা ঐক্যবদ্ধ হয়ে, আগামীদিনে জামাতিদের হাত থেকে, পশ্চিমবঙ্গকে, নদিয়াকে রক্ষা করবেন। এই আবেদন আপনাদের কাছে, আমি করতে চাই।' বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রমাণ করে দিচ্ছে আমরা কোথায় আছি। বাংলাদেশের যে ঘটনা, তার প্রতিফলন হচ্ছে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে। বেছে বেছে হিন্দুদের দোকান-বাড়ি-ঘর তার ওপরে আক্রমণ চলছে। মেয়র প্রকাশ্যে দাওয়াত-ই-ইসলামের কথা বলছেন কলকাতায় বসে। পশ্চিমবঙ্গের আজকের যে পরিস্থিতি, ১৯৪৬ সালের পশ্চিমবঙ্গতে ফিরিয়ে নিয়ে গেছে। তাই বর্তমান প্রজন্মের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, যাতে বাংলাদেশ না হয়ে যায়, তার স্বার্থে মানুষকে এগিয়ে আসতে হবে। '
অপরদিকে, এর তীব্র নিন্দা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লিখেছেন,বিজেপির কিছু নেতা বাংলাদেশ পরিস্থিতি সঙ্গে তুলনা টেনে পশ্চিমবঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে বলে যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা।এই বিষয়ে বিদেশমন্ত্রক ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে স্পষ্টভাবে ব্যাখ্যা দিতে হবে। তিনি লিখেছেন, এর ফলে যদি কোনও হিংসা বা অশান্তিকর ঘটনা ঘটে তার সম্পূর্ণ দায় বিজেপি নেতাদেরই নিতে হবে। কুণাল ঘোষের অভিযোগ, নির্বাচনের আগে বিজেপি রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। অশান্তির আবহে দেশবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্টায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ সরকার।






















