Howrah News: অগ্নিগর্ভ বাংলাদেশ, বন্ধ ইলিশ সরবরাহ, অথৈ জলে বাংলার মাছ বাজার..
Bengal Fish Market Effected On Bangladesh Violence : বাংলাদেশের অশান্তির প্রভাব পড়েছে হাওড়া পাইকারি মাছ বাজারে।বিভিন্ন ধরনের মাছ বাংলাদেশ থেকে আমদানি করা হত, তা গত তিন চার দিন পুরোপুরি বন্ধ।
সুনীত হালদার, হাওড়া: বাংলাদেশের অশান্তির ছায়া হাওড়া পাইকারি মাছ বাজারে। ছাত্র আন্দোলনে অশান্ত বাংলাদেশ। বন্ধ ইন্টারনেট পরিষেবা। জারি করা হয়েছে কারফিউ। এর প্রভাব পড়েছে হাওড়া পাইকারি মাছ বাজারে। অন্য অনেক মাছের মত বন্ধ ইলিশ মাছ সরবরাহ।
গত তিন চার দিন অগ্নিগর্ভ পরিস্থিতি ওপার বাংলায়। ছাত্র আন্দোলনের জেরে পুলিশ, রাব এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। গোটা দেশে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। বড় বড় শহরগুলিতে ছড়িয়ে পড়েছে অশান্তি। এই পরিস্থিতির প্রভাব পড়েছে হাওড়া পাইকারি মাছ বাজারে। যেখানে প্রতিদিন ১০০ টন টেংরা, ভেটকি, পাবদা, পাঙ্গাস, পমফ্রেট-সহ বিভিন্ন ধরনের মাছ বাংলাদেশ থেকে আমদানি করা হত, তা গত তিন চার দিন পুরোপুরি বন্ধ।
ফিস ইনপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ জানিয়েছেন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় তারা ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারছেন না। নতুন অর্ডারও দিতে পারছেন না। আইনশৃঙ্খলার জন্য বাংলাদেশের গাড়ি এই রাজ্যে কম আসছে। ফলে তারা সমস্যায় পড়েছেন। প্রতিদিন গড়ে আড়াই কোটি টাকা লোকশান হচ্ছে।
এদিন তিনি বলেন, বর্ষাকালে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ আমদানি করা হয়। কিন্তু এবারে ইলিশ আমদানির জন্যে চিঠি লেখার কাজ শুরু হলেও ইলিশ পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এইরকম অশান্তি চললে, এবারে ওপার বাংলার ইলিশ নাও ঢুকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।আপাতত কলকাতার ব্যবসায়ীরা তাকিয়ে আছেন কবে পরিস্থিতি স্বাভাবিক হয়। তারপরই ফের শুরু হতে পারে ব্যবসা।
আরও পড়ুন, কাটল না দুর্যোগের মেঘ, রাজ্যের ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, আগামীকাল কেমন আবহাওয়া বঙ্গে ?
সংরক্ষণ-বিতর্কে ফের উত্তাল বাংলাদেশ। সরকারি চাকরিতে, মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য় তিরিশ শতাংশ সংরক্ষণ বাতিলের দাবিতে আন্দোলন ক্রমশ হিংসাত্মক চেহারা নিচ্ছে। ইতিমধ্য়ে সংঘর্ষে প্রাণ গেছে ছ'জনের। আহত শতাধিক। পরিস্থিতি সামাল দিতে, স্কুল, কলেজ, বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাসিনা সরকার। রাস্তা ঢেকেছে মাথায়। আর আকাশে কুণ্ডলী পাকানো ধোঁয়া। একদিকে লাঠিসোঁটা হাতে আন্দোলনকারীরা। অন্য়দিকে, সশস্ত্র নিরাপত্তা বাহিনী। একদিকে আন্দোলনকারীরা ইট-পাটকেল ছুড়ছে। পাল্টা নিরাপত্তা বাহিনীর দিক থেকে শোনা যাচ্ছে গুলির শব্দ। কখনও আবার বোমার শব্দ শোনা যাচ্ছে। যেনও যুদ্ধ লেগেছে। তিন দিনের বিক্ষোভে, বাংলাদেশে এখন এরকমই অগ্নিগর্ভ পরিস্থিতি। আন্দোলনের আঁচে জ্বলছে ঢাকা-সহ বিভিন্ন বিশ্ববিদ্য়ালয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।