Bangladesh Violence: 'ছাত্রদের হাত থেকে আন্দোলনটা ছিনতাই করে নিল..', বাংলাদেশ থেকে ফিরে জানালেন পবিত্র সরকার
Professor Pobritra Sarkar On Bangladesh Violence : বাংলাদেশ থেকে কলকাতায় ফিরে ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ ও গবেষক ড. পবিত্র সরকার...
কলকাতা: আন্দোলনে উত্তাল বাংলাদেশ (Bangladesh Violence)। পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হওয়া ফিরে আসছেন ভারতীয় নাগরিকরা। এবার বাংলাদেশ থেকে কলকাতায় ফিরে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ ও গবেষক ড. পবিত্র সরকার।
সাংবাদিক: বাংলাদেশ থেকে ফেরার পর কী অভিজ্ঞতা ?
পবিত্র সরকার: এমনিতে তো যা করতে গিয়েছিলাম, কিছুই হয়নি। সেলিম আল দীনের ৭৫ বছরের জন্মদিন। সেটা বাতিল হল। আরও অনেক কিছু বাতিল হয়ে গেল। আমি যেদিন গেলাম, সেদিন দেখলাম, প্রচুর মানুষ মাথায় হেলমেট পরা। আর হাতে বাঁশের ডান্ডা। সেগুলি করে রাস্তায় মিছিল করে হাঁটছে।
সাংবাদিক: এরা কারা ?
পবিত্র সরকার: আমি জানি না। ছাত্রদের হাত থেকে আন্দোলনটা ছিনতাই করে নিল এরা ?! আমার ধারণা এদের বেশিরভাগই বিরোধীপক্ষের লোকজন। কিন্তু তাঁদের মোকাবিলা করবার জন্য শাসকদলের লোক ছিল না, এটাও আমি বলতে পারব না। কারণ এটা প্রায় রাজনৈতিক সংঘর্ষের জায়গায় পৌঁছে গেল।
সাংবাদিক: ইউনিভার্সিটির ভিতরেও তো তাই হয়েছে ?
পবিত্র সরকার: ইউনিভার্সিটির ভিতরে হয়েছে। জাহাঙ্গিরনগর, চট্টগ্রাম, রাজশাহিতে হয়েছে। এবং আমি কার্যত বন্দি। তবে যেখানে বন্দি ছিলাম, সেখানে আমার নিজের বিপদ কিছু নেই। কারণ তাঁরা আমাকে যথেষ্ট যত্ন করেছে। তাঁরা আমাকে বাবার মত দেখেন।
সাংবাদিক: হোটেলে ছিলেন না কারও বাড়িতে ?
পবিত্র সরকার: নানা, বাড়িতে। সেখানে বন্দি আমি, কিন্তু রাস্তায় চেঁচামেচির আওয়াজ শুনছি। সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি চলে যাচ্ছে। আকাশে হেলিকপ্তারের আওয়াজ শুনছি। একটা প্রায় দাঙ্গার অবস্থা। কালকেই তো রায়দান হল , সবাই জানেন। ..ছাত্রদের দাবি পূরণ হয়েছে।আমার মনে হয় ছাত্রদের আন্দোলনটা থেমে যাবে।
সাংবাদিক: ইন্টারনেট-ফোন পরিষেবা অচল ছিল ?
পবিত্র সরকার: ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। তাই হোয়াটআপ অ্যাকসেস করা যাচ্ছিল না। এখানে (ভারতে) ফোন করতে গেলে কেটে যাচ্ছিল। বাংলাদেশের প্রচুর মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, যারা আমাকে ভালবাসে। যেমন একজন বিচারকের সঙ্গে কথা হয়েছে বলে তিনি জানিয়েছেন। যিনি সেসময় চিন্তামুক্ত থাকতে বলেছিলেন। পরে তিনি বিমান বাংলাদেশে ফোন করেন। যেখান থেকে খবর আসে, টিকিট রাখা হয়েছে আমার জন্য। এবং লোক পাঠাতে বলা হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টাকেও জানালাম বিষয়টা।এই দুইজনের সহায়তায় আমাকে একটি প্রায়োরিটি টিকিট দেওয়া হয়।' এরপরেই বাড়ি ফেরেন পবিত্র সরকার।
আরও পড়ুন, আইসক্রিমের গোডাউনে ফ্রিজ খুলতেই বেরিয়ে এল নগ্ন মৃতদেহ !
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।