Bankura Accident: মোটরবাইক নিয়ে সজোরে ধাক্কা গাছে! উৎসবের মাঝেই মর্মান্তিক পরিণতি দুই ভাইয়ের!
বাইক দুর্ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে। দু’জনে সম্পর্কে মামাতো-পিসতুতো ভাই।

তুহিন অধিকারী, বাঁকুড়া: আলোর উৎসবে সারা দেশে সাজ সাজ রব। তারই মাঝে মর্মান্তিক ঘটনা। বাঁকুড়ার জয়পুর ব্লকে কুচিয়াপোল বাজারে মর্মান্তির দুর্ঘটনা।
মৃত্যু হল দুই ভাইয়ের। মৃতদের নাম শিবু সর্দার (২১) ও দেবাশীষ সর্দার (২৪)। বাইক দুর্ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে। দু’জনে সম্পর্কে মামাতো-পিসতুতো ভাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়পুর ব্লকের বেনাচাপড়া গ্রামের এই দুই যুবক নিজেদের কাজে একটি মোটরবাইক করে কুচিয়াকোল বাজারে গিয়েছিলেন। কাজ সেরে বাড়ি ফেরার পথে কুচিয়াকোল সংলগ্ন এলাকায় এসে মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই থাকা শাল জঙ্গলের একটি শাল গাছে সজোরে ধাক্কা মারে। এর জেরে দু’জনেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় সূত্রে খবর, ছিটকে পড়ে যান ২জন। তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় ১ জনের। আরেকজনকে বিষ্ণুপুর সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। শিবু বাইক চালাচ্ছিলেন। স্বাভাবিকভাবেই তিনি গুরুতর জখম হন, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কিছুদিন আগে, পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভিতরে ঢুকে গিয়েছিল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় আহত হয়েছিলেন চালক, খালাসি সহ ৫ জন। গিরি নগর এলাকায় সকালে ট্রাকের সঙ্গে মেমারিগামী যাত্রী বোঝাই বাসের ধাক্কা লাগে, তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির মধ্যে ঢুকে যায় বাসটি। আহতদের প্রথমে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছিল। বাসের ধাক্কায় বাড়ির সামনের অংশের ক্ষতি হয়েছে।
কিছুদিন আগে খিদিরপুরের কার্ল মার্কস সরণিতে মাল বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক বাইক আরোহীর। মৃত ডেলিভারি বয় বলে খবর স্থানীয় সূত্রে। আজ সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা খালি অটোতে ধাক্কা মেরে ফুটপাতে উঠে যায় মালবোঝাই গাড়ি। সেই সময়ে একটি বাইকেও ধাক্কা মারে গাড়িটি। গুরুতর আহত বাইক চালককে SSKM হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়েছিল এলাকায়।























