Bishnupur News: এক কাঠা জমি নিয়ে বিবাদ, দাদা-বৌদিকে কুপিয়ে খুন দুই ভাইয়ের
Bishnupur Murder: দুই ভাইয়ের ধারাল অস্ত্রের এলোপাথাড়ি কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় দাদার।
জয়ন্ত রায়, বিষ্ণুপুর: সম্পত্তি মনিয়ে বিবাদের জেরে ফের খুনের ঘটনা রাজ্যে। এ বার বিষ্ণুপুরে (Bishnupur News) দাদা-বৌদিকে কুপিয়ে খুন (Hacked to Death) করার অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দাদার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বৌদির। ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত দুই ভাই। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
এক কাঠা জমি নিয়ে বিবাদের জেরে খুন!
বাঁকুড়া (Bankura News) জেলার বিষ্ণুপুর গ্রামের গোবিন্দপুর গ্রামের দক্ষিণ অংশের একটি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এক কাঠা জমি নিয়ে তিন ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল দীর্ঘ দিন ধরে। শনিবার সকালেও সেই নিয়ে অশান্তি বাধে। তা থেকে চরম আকার ধারণ করে পরিস্থিতি। স্থানীয়দের অভিযোগ, সেই সময় ধারাল অস্ত্র নিয়ে দাদার উপর ঝাঁপিয়ে পড়ে দুই ভাই। বাধা দিতে গেলে বৌদিও তাদের রোষের মুখে পড়ে। দু’জনের উপরই এলোপাথাড়ি কোপ বসানো হয়।
দুই ভাইয়ের ধারাল অস্ত্রের এলোপাথাড়ি কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় দাদার। গুরুতর জখম অবস্থায় কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল বৌদিকে। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত দুই ভাই। সাত সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: Ballygunge Bypoll Result: দ্বিতীয় রাউন্ডের গণনার পর ৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বাবুল।Bangla News
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম দেবাশিস পোড়ে। অভিযুক্ত দুই ভাইয়ের নাম আশিস এবং দেবানন পোড়ে। এ দিন কাকভোরে দু’পক্ষের মধ্যে ঝামেলা বাধলে, তা চরম আকার ধারণ করে। তাতেই দেবাশইস এবং তাঁর স্ত্রী পলি পোড়ের উপর কোপ বসায় অভিযুক্ত দুই ভাই। এলোপাথাড়ি কোপানো হয় স্বামী-স্ত্রীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামীর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান স্ত্রী-ও।
স্বামীকে বাঁচাতে গিয়ে এলোপাথাড়ি কোপে মৃত্যু স্ত্রীরও
স্থানীয়দের কাছ থেকে ঘটনার খবর পেয়ে এ দিন ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। আপাতত মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই ভাই পলাতক। নিহত দেবাশিস এবং পলির দুই সন্তান রয়েছে।